Home /News /north-bengal /
হাতি-মানুষ সংঘাত ঠেকাতে সতর্ক বনদফতর, এর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ?

হাতি-মানুষ সংঘাত ঠেকাতে সতর্ক বনদফতর, এর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ?

Representational Image

Representational Image

হাতি-মানুষ সংঘাত ঠেকাতে সতর্ক বনদফতর।

 • Share this:

  #শিলিগুড়ি: হাতি-মানুষ সংঘাত ঠেকাতে সতর্ক বনদফতর। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে হাতির হামলা ঠেকানোয় বনদফতরকে পদক্ষেপ নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই লোকালয়ে হাতির দৌরাত্ম্য ঠেকাতে একাধিক উদ্যোগ নিয়েছে বনদফতর। বনবস্তি লাগোয়া এলাকার বাসিন্দাদের বিকল্প চাষেরও পরামর্শ দেওয়া হয়েছে।

  শিলিগুড়িতে উত্তরকন্যায় লোকালয়ে হাতির হামলা ঠেকানো নিয়ে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বনদফতরকে দ্রুত পদক্ষেপ করারও নির্দেশ দেন। হাতির হামলায় মৃত্যু বা ফসলের ক্ষতি ঠেকাতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিয়েছে বনদফতর। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানিয়েছেন.....

  হাতি-মানুষ সংঘাত রুখতে যে ব্যবস্থা --------------------------- - ভুট্টা ও গমের লোভে হাতি লোকালয়ে ঢোকে - বনবস্তি লাগোয়া এলাকায় ভুট্টা, গমের বদলে বিকল্প চাষ - লেবু, লঙ্কা , পেঁপে চাষের পরামর্শ বনদফতরের - জঙ্গলের ভিতরেই হাতির যথেষ্ট খাবারের ব্যবস্থা - প্রশিক্ষিত হাতি ‘ঐরাবত’ কে আনা হয়েছে - ‘ঐরাবত’ অন্য হাতিদের জঙ্গলে ফেরাবে - তৈরি হচ্ছে হুলাপার্টি

  বনদফতরের উদ্যোগে ইতিমধ্যেই সচেতনতা শিবির করা হয়েছে। খুব শীঘ্রই হাতি-মানুষ সংঘাত ঠেকানো সম্ভব হবে। আশাবাদী বনদফতর।

  First published:

  Tags: Elephant, Elephant Problem, Forest Department, North Bengal

  পরবর্তী খবর