Home /News /north-bengal /
হাতির দলের সামনে পড়ে আহত বন দফতরের অফিসার !

হাতির দলের সামনে পড়ে আহত বন দফতরের অফিসার !

এবার হাতির দলের মুখে পড়ে গুরুতর জখম হলেন খোদ বন দফতরের বিট অফিসার ।

 • Share this:

  #বাঁকুড়া: হাতির দলের সামনে পড়ে সাধারণ মানুষের আহত ও নিহত হওয়ার সংখ্যা কম নয় বাঁকুড়া জেলায় । কিন্তু এবার হাতির দলের মুখে পড়ে গুরুতর জখম হলেন খোদ বন দফতরের  বিট অফিসার ।

  বাঁকুড়ার পাত্রসায়ের রেঞ্জের বীরসিংহ বিটের আহত বিট অফিসার রাজেশ দাসকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । বন দফতর সূত্রে জানা গিয়েছে , রবিবার রাতে একদল হাতি বাঁকুড়ার পাত্রসায়ের রেঞ্জের বীরসিংহ বিটে ঢুকে পড়ে ।

  আজ সকাল থেকে হাতি দেখতে এলাকায় উৎসাহী মানুষের ব্যাপক ভিড় হয় । যে কোনও সময় হাতির হানায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি এলাকায় যান বিট অফিসার রাজেশ দাস । হাতির দলের কাছাকাছি পৌঁছাতেই হাতির দলটি রাজেশ দাসকে তাড়া করে । রাজেশ দাস ছুটে পালানোর চেষ্টা করতে গিয়ে মাঠে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি । স্থানীয়দের দাবি এরপরই একটি হাতি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে । এরপর স্থানীয় ও বন কর্মীদের চেষ্টায় ওই বিট অফিসারকে উদ্ধার করে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ।  হাতে ও পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি ।

  First published:

  Tags: Elephant, Forest Department, Forest Department Officer

  পরবর্তী খবর