SHALINI DATTA#দার্জিলিং: হালকা ঠান্ডায় কুয়াশা কাটতেই চোখের সামনে ভেসে উঠছে নানা রঙ। উড়ে বেড়াচ্ছে সেই সব রঙ। রামধনু ওই রঙের মধ্যে বসে থাকা দিনভর। তার মধ্যে খাবার আর পাখি দেখা। শীতের আমেজে এর থেকে স্বর্গীয় আনন্দ আর কী-ই বা হতে পারে!
বন দফতরের এক কর্তা বলেন, "শীতের সময়ে দার্জিলিঙের মহানন্দা বার্ড স্যাংচুয়ারিতে দেশি-বিদেশি বিভিন্ন পাখি এসে ভিড় করে। পর্যটকেদের কাছে এটা খুবই আকর্ষনীয়। শীতের আমেজে এর থেকে স্বর্গীয় আনন্দ আর কী-ই বা হতে পারে! সে জন্যই আমরা এই উৎসব শুরু করেছি।" তিনি বলেন, "পর্যটকদের যাতে কোনও রকম অসুবিধে না হয়, তার জন্য সব ব্যবস্থা থাকছে। দার্জিলিঙের রংডং এবং লাতপাঞ্চার এলাকা দু'টি থেকে পাখি দেখার ব্যবস্থা করা হচ্ছে। এ সময়ে রুফোস নেকড হর্নবিল-সহ বিভিন্ন দেশ বিদেশের পাখি আসে। দেখা যায় বিভিন্ন ধরনের কিংফিশারও। আমরা আশা করছি পাখি-প্রিয় পর্যটকেরা এলে আনন্দ পাবেন এবং আমাদের এই উৎসব ভবিষ্যতে জনপ্রিয় হয়ে উঠবে।".