#রায়গঞ্জ: ৭৪ তম স্বাধীনতা দিবসে ১০৫ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। উত্তরবঙ্গে প্রথম এত উচুতে এই জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।রায়গঞ্জ ঘড়ি মোড়ে এই বিশাল স্তম্ভ বসানো হয়েছে।
চলতি বছরে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই জাতীয় পতকা উত্তোলিত হবার কবার কথা ছিল।প্রশাসনিক অসুবিধার কারনে সেই কাজ সম্পন্ন করা সম্ভব হয় নি।মার্চ মাসের থেকে বিশ্বজুড়ে করোনা আবহে কাজ সম্পন্ন করা সম্ভব হয় নি। এই করোনা আবহে দেশের মানুষ চরম আতঙ্কিত। এই আতঙ্কের মধ্যেও সাধারন মানুষের মধ্যে আনন্দ দিতে আগামীকাল বহু প্রতক্ষিত ১০৫ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তেলিত হবে।
শেষ প্রস্তুতি চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু হয়েছে।পৌরসভার এই উদ্যোগে রায়গঞ্জের আমজনতা।রায়গঞ্জের বাসিন্দা অতুনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন,১০৫ ফুট উচুতে দেশের পতাকা উড়বে।একজন ভারতবাসি হিসেবে আমি গর্ব বোধ করছি।শহরের যে কোন প্রান্ত থেকে এই তেরঙা পতাকা দেখা দেখা যাবে।রায়গঞ্জ পৌরসভার এই পদক্ষেপকে তারিফ করতে হচ্ছে।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।