• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • কালিম্পঙে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যু ৫ জনের

কালিম্পঙে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যু ৫ জনের

Representative Image

Representative Image

বিষাক্ত মাশরুম খেয়ে কালিম্পঙে মৃত ৫ জন ৷ গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছে আরও ২ জন ৷

 • Share this:

  #কালিম্পং: বিষাক্ত মাশরুম খেয়ে কালিম্পঙে মৃত ৫ জন ৷ গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছে আরও ২ জন ৷ ঘটনাটি ঘটেছে কালিম্পঙ জেলার অন্তর্গত সামসিংয়ে ৷

  আরও পড়ুন 

  LIVE: বিজেপির বিরুদ্ধে ফেডেরাল ফ্রন্ট করছি, তাই বিজেপি বদলা নিতে কুৎসা করছে: মমতা

  খবর অনুযায়ী, গত বুধবার সামসিংয়ের জঙ্গল থেকে মাশরুম নিয়ে আসে দুটি পরিবারের দুই সদস্য ৷ বুধবার রাতের খাবারে সেই মাশরুম খাওয়ার ফলেই বিষক্রিয়া শুরু হয় ৷ বুধবার রাতেই মৃত্যু হয় ৫ জনের ৷ দু’জনকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে ৷

  First published: