Home /News /north-bengal /
ধূপগুড়ির জুরাপানি বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান

ধূপগুড়ির জুরাপানি বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান

জ্বলছে জুরাপানি বাজার ৷নিজস্ব চিত্র ৷

জ্বলছে জুরাপানি বাজার ৷নিজস্ব চিত্র ৷

শনিবার সকালে হঠাৎই বাজারের মধ্যে আগুনের ফুলকি দেখেন স্থানীয়রা ৷ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুল ৷ খবর যায় দমকলে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটে ইঞ্জিন ৷

 • Share this:

  #ধূপগুড়ি: বিধ্বংসী আগুন লাগল ধূপগুড়ির জুরাপানি বাজারে ৷ শনিবার সকালে হঠাৎই বাজারের মধ্যে আগুনের ফুলকি দেখেন স্থানীয়রা ৷ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুল ৷ খবর যায় দমকলে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটে ইঞ্জিন ৷ দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ১০টি দোকান ৷ ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ বন্ধ রাখা হয়েছে ধৃপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়কও ৷ ফলে ৩১ নং জাতীয় সড়কে যান চলাচল ব্যহত ৷

  আরও পড়ুন: বাদুড় ও শূকরের দাপট, জলপাইগুড়িতে নিপা নিয়ে আতঙ্ক

  চলছে আগুন নেভানোর কাজ ৷ নিজস্ব চিত্র ৷ চলছে আগুন নেভানোর কাজ ৷ নিজস্ব চিত্র ৷
  First published:

  Tags: Dhupguri, Fire

  পরবর্তী খবর