corona virus btn
corona virus btn
Loading

পাতলেবাসে বিমল গুরুঙের বাড়ির কাছে, মোর্চা কার্যালয়ে ভয়াবহ আগুন

পাতলেবাসে বিমল গুরুঙের বাড়ির কাছে, মোর্চা কার্যালয়ে ভয়াবহ আগুন
নিজস্ব চিত্র

পাতলেবাসে বিমল গুরুঙের বাড়ির কাছে, মোর্চা কার্যালয়ে ভয়াবহ আগুন

  • Share this:

 #দার্জিলিং: দার্জিলিঙের পাতলেবাসের বস্তিতে ভয়াবহ আগুন। মোর্চার কার্যালয় সংলগ্ন ৪টি বাড়িতে আগুন লেগে যায় ৷ বাড়িগুলি সম্পূর্ণ ভস্মীভূত ৷

গুরুংপন্থী তিন নেতা প্রবীণ সুব্বা, দীনেশ ও রাজেশ তামাঙের বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন ৷ অমিত চন্দ গুপ্তার বাড়িতেও আগুন লাগে। তাঁর বাড়িতেই রেশন দোকান রয়েছে। ওখানেই রয়েছে বিমল গুরুঙের বাড়ি ও পার্টি অফিস। গভীর রাতে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের গাড়ি ৷ দমকলকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ অনুমান, গুরুঙ বিরোধী জনরোষেও এই আগুন লাগানো হতে পারে ৷

পাল্টা পুলিশের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন গুরুংপন্থীরা।  অভিযোগ উড়িয়ে মন্ত্রী গৌতম দেবের দাবি, তথ্য লোপাটের জন্য আগুন লাগিয়েছে গুরুংপন্থীরাই।
First published: October 15, 2017, 11:11 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर