Home /News /north-bengal /
সবে খুলেছিল দোকান!‌ শিলিগুড়িতে আগুন ১০ দোকানে, চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা

সবে খুলেছিল দোকান!‌ শিলিগুড়িতে আগুন ১০ দোকানে, চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা

যদিও দমকলের কাছে এখনও স্পষ্ট নয়, কীভাবে আগুন লেগেছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

  • Share this:

#‌শিলিগুড়ি:‌ চতুর্থ দফার লকডাউনের শেষের দিকে কিছু কিছু দোকান খোলায় ছাড় দেয় রাজ্য। সেই মতো গত ২২ মে একএক করে ঝাপ খুলেছিল দোকানের। টানা ২ মাস বন্ধ থাকার পর সবে কেনা বেচা শুরু হয়েছিল। যদিও ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। এই আবহেই মঙ্গলবার ভোরে ব্যবসায়ীদের কপালে নেমে এলে দুশ্চিন্তার ভাঁজ। মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান।

শিলিগুড়ির ডিআই ফান্ড মার্কেটের ১০টি দোকান আগুনে পুড়ে গিয়েছে। একেই লকডাউনে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারপর আগুন লাগায় ব্যবসায়ীদের মাথায় হাত। স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি বইয়ের দোকান থেকেই আগুন লাগে। দোকান ঘরগুলি ঘিঞ্জি হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। পাশেই শিলিগুড়ি থানা। দমকল কেন্দ্রও ২০০ মিটার দূরত্বের মধ্যে। খবর পেয়েই দমকলের ইঞ্জিন পৌঁছয়। না হলে আরও দোকান পুড়ে ছাই হয়ে যেত।

যদিও দমকলের কাছে এখনও স্পষ্ট নয়, কীভাবে আগুন লেগেছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কেটের অধিকাংশ দোকানেই নেই আগুন নেভানোর ন্যূনতম ব্যবস্থা। তা স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ীরা। কেন নেই? এনিয়েই উঠছে প্রশ্ন। এত গায়ে গায়ে দোকান ঘর, পুরনো মার্কেট। তাও আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা কেন থাকবে না, উঠছে সেই প্রশ্ন।

মার্কেটের দুটি বইয়ের দোকান, বেশ কয়েকটি ঝাড়ুর দোকান, মুদিখানা এবং মিষ্টির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। করোনা মোকাবিলায় লকডাউনে এমনিই ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেই আবহ থেকে বের হওয়ার মুখেই এদিনের অগ্নিকাণ্ড ব্যবসায়ীদের দূর্ভোগ কয়েকগুন বাড়িয়ে দিল!

খবর পেয়ে মার্কেটে ছুটে যান শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য শঙ্কর ঘোষ। তিনি জানান, যতটা সম্ভব ব্যবসায়ীদের পাশে থাকবে পুরসভা । ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবও। কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসায়ীরাও চাইছেন সরকারী সাহায্য। তাহলেই দ্রুত ঘুরে দাঁড়ানো সম্ভব।

Partha Sarkar

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Fire, Northbengalnews, Siliguri