corona virus btn
corona virus btn
Loading

জমানো টাকায় ভবঘুরেদের খাবার মুর্শিদাবাদের ১২ যুবকের

জমানো টাকায় ভবঘুরেদের খাবার মুর্শিদাবাদের ১২ যুবকের

করোনায় ছিন্নভিন্ন বিশ্ব। কাজ কারবার,ভিক্ষাবৃত্তি সব বন্ধ। পেট চলবে কি করে! খিদে তো লকডাউন বোঝে না।

  • Share this:

#মুর্শিদাবাদ: দেশজুড়ে লকডাউন। করোনা যুদ্ধে সামিল আসমুদ্র হিমাচল। যে যাঁর সীমিত সাধ্যে যুদ্ধে সামিল। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে অভুক্ত অসহায় ভবঘুরে, ফুটপাথবাসীর মুখে দু-বেলা খাবার তুলে দিচ্ছেন এলাকারই কয়েকজন যুবক। নিজেরা প্রায় বেকার। ছোটখাটো কাজ করেই কোনোরকমে দিন গুজরান। সব অর্থেই তাঁরা করোনা হিরো।

বছরের অন্য সময়ে বেকার তকমা। পেট ভরাতে ছোট-খাটো , এখানে-ওখানে কাজ-ই ভরসা। বেকার বলে, পাড়ায় তেমন সম্মান জোটেনি কখনও। মুর্শিদাবদের হরিহরপাড়ার সেই বারোজন যুবক-ই এখন এলাকার ভবঘুরে, ফুটপাথবাসীর একমাত্র ভরসা।

করোনায় ছিন্নভিন্ন বিশ্ব। কাজ কারবার,ভিক্ষাবৃত্তি সব বন্ধ। পেট চলবে কি করে! খিদে তো লকডাউন বোঝে না। নিজেদের সামান্য জমানো টাকায় চাল,ডাল, সবজি , ডিম কিনে , রান্না করে এলাকার অসহায় মানুষদের দু-বেলা খাওয়ানোর ব্যবস্থা করেছেন আবদুল আলিরা। তাঁদের সাহায্যে অনেকেই এগিয়ে আসছেন।

সমাজ কখনও সম্মান দেয়নি। তবে করোনা পরিস্থিতিতে পাড়ার চেনা ছেলেদের অন্য রূপে দেখল হরিহরপাড়া। এলাকার সত্তর-আশিজন ভবঘুরের পেট ভরানের দায়িত্ব নেওয়া আবদুল আলিরাই এখন দেশের করোনা হিরো।

Published by: Pooja Basu
First published: April 7, 2020, 9:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर