#ধূপগুড়ি: ধর্মঘটের জেরে চরম দুর্ভোগে ধূপগুড়ির সদ্যোজাত শিশুর পরিবার। অ্যাম্বুল্যান্স না মেলায় ধুপগুড়ি থানার অ্যাম্বুল্যান্সে করে মূমুর্ষু সদ্যোজাতকে নিয়ে যাওয়া হল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
বুধবার ধূপগুড়ি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন মাগুরমারি এলাকার বাসিন্দা দীপা রায়। জন্মের পরই শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সদ্যোজাতর পরিবারের অভিযোগ, নিশ্চয়যান চালকদের ধর্মঘটের জেরে হাসপাতাল চত্বরে কোনও অ্যাম্বুলান্স মেলেনি।
অন্যদিকে, দেশজুড়ে চলা বামেদের ধর্মঘটের জেরে বেসরকারি গাড়িও অমিল। শেষমেষ ধূপগুড়ি পুলিশের উদ্যোগে থানার অ্যাম্বুলান্সে করেই সদ্যোজাতকে নিয়ে যৈওয়া হয় জলপাইগুড়ি হাসপাতালে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ambulance, Bharat Bandh, Dhupguri