#মালদহ: খোদ পুলিশ সুপারের নামেই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হল ফেসবুকে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়ার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মালদহ পুলিশের সাইবার ক্রাইম শাখা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভুয়ো অ্যাকাউন্ট খোলার বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক করে পোস্ট করেছেন মালদহের পুলিশ সুপার। ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা হাতাতেই কোনও চক্র এমন কাজ করেছে বলে অনুমান করা হচ্ছে।দিন কয়েক আগে মালদহের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) শুভতোষ সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে পরিচিতদের কাছে আর্থিক সাহায্যের আর্জির ঘটনা প্রকাশ্যে আসে। ওই ঘটনার কিনারা হওয়ার আগেই এবার খোদ জেলার পুলিশ সুপারের নামেই ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলল। শুধু ভুয়ো অ্যাকাউন্ট খোলা নয়, ওই অ্যাকাউন্ট থেকে কয়েকজন পরিচিতের কাছে ফ্রেণ্ড রিকোয়েস্ট। আবার কারও কাছে আর্থিক সাহায্যের জন্য বলা হয়েছে।
এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পারেন পুলিশ সুপার। তারপরেই সাইবার ক্রাইম থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছে মালদহ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ফেসবুকের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সচেতন করা হয়েছে যাতে কেউ প্রতারিত না হন।জানা গিয়েছে, সম্প্রতি একাধিক পুলিশ আধিকারিকের নাম পরিচয় ও ছবি ব্যবহার করে এই ধরনের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। মালদহ ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক পুলিশ আধিকারিকদের নামেও এমন ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি জানতে পেরে ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিশেষঞ্জদের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুলিশ কর্তাদের বেছে নেওয়ার পিছনেও চক্র কাজ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
SEBAK DEB SARMA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldah