মালদহ: এগরা, বজবজের পর এবার মালদহ৷ ফের মজুত করে রাখা বাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল একজনের৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল৷
এ দিন ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মালদহের ইংরেজবাজার এলাকায়৷ এ দিন ভোর থেকে ইংরেজবাজারের একটি বন্ধ দোকানের ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা৷ সঙ্গে শুরু হয় পর পর বিস্ফোরণের শব্দ৷ এর পরে স্থানীয়রাই পুলিশ এবং দমকলে খবর দেন৷
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন৷ পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ ততক্ষণে আগুন আরও বড় আকার নেয়৷ আগুন ছড়ায় আরও চারটি দোকানে৷ জানা যায়, জনবহুল রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজার এলাকার ভিতরে ওই দোকানটির মধ্যে বিপুল পরিমাণ বাজি মজুত করে রাখা হয়েছিল৷ সেই বাজিতেই কোনওভাবে আগুন লেগে যায়৷ দমকলকর্মীরা এসে দোকানের বন্ধ শাটার খুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন৷ সেই সময়ই দোকানের ভিতর থেকে আগুনে ঝলসে যাওয়া এক ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ যদিও তাঁর পরিচয় জানা যায়নি৷
খবর পেয়ে ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী৷ তিনি জানান, ওই বাজি মজুত করার কোনও অনুমতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে৷ যদিও বাজি থেকে আগুন লেগে গত এক সপ্তাহে রাজ্যে অন্তত ১৫ জনের মৃত্যুর পর পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে৷
পূর্ব মেদিনীপুরের এগরায় গত মঙ্গলবার বাজি তৈরির সময় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়৷ গত রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগণার বজবজে বাজি থেকে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়৷ এর পর মালদহতেও একজনের প্রাণ গেল৷
তবে পর পর মৃত্যুর ঘটনার পর তৎপর হয়েছে পুলিশ৷ সোমবার রাতে উত্তর চব্বিশ পরগণার বারাসতের নীলগঞ্জ, বেলঘড়িয়ায় হানা দিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।