আলিপুরদুয়ার: অবশেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হল গজরাজকে।আলিপুরদুয়ারের পলাশবাড়িতে হাতি দেখতে ভিড় জমিয়েছিল এলাকাবাসীরা।
শনিবার সকাল থেকে আলিপুরদুয়ার এক নং ব্লকের পলাশবাড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় বুনো হাতিটি। পরবর্তীতে হাতিটি কোচবিহার জেলায় প্রবেশ করে সেখানে ঘণ্টা খানেক দাপিয়ে বেড়ায়। আবারও হাতিটি আলিপুরদুয়ার এক নং ব্লকের পলাশবাড়ি এলাকায় প্রবেশ করে। এলাকার একটি ভুট্টা খেতে হানা দেয় বুনো হাতিটি। ভুট্টা খেতে সেসময় কাজ করছিল এক কৃষক। হাতির উপস্থিতি তিনি ঠাহর করতে পারেননি। হাতিটি ওই ব্যক্তিকে আহত করে। বর্তমানে ওই ব্যক্তি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ উত্তাল সমুদ্র! এলোপাথাড়ি হাওয়া! আগামী ৭২ ঘণ্টায় কেমন থাকবে দিঘার আবহাওয়া, জানুন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বুনো হাতিটিকে কাবু করে বনদফতরের কর্মীরা। এডিএফও বিজয় কুমার নাথ বলেন, 'আহত ব্যক্তির চিকিৎসার খরচ বহন করবে বনদফতর।হাতিটিকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।'
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar