হোম /খবর /জলপাইগুড়ি /
এ কী কাণ্ড! জলপাইগুড়িতে মিড ডে মিলের চাল কে খেল? এমন ঘটনা কখনও শোনেননি

Elephant Attack: এ কী কাণ্ড! জলপাইগুড়িতে মিড ডে মিলের চাল কে খেল? এমন ঘটনা কখনও শোনেননি

চাল খেয়ে পালল হাতি

চাল খেয়ে পালল হাতি

Elephant Attack: এ কী কাণ্ড! রান্না ঘর ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে পালিয়ে গেল হাতি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: খাবারের খোঁজে লোকালয়ে হাতির হানা কোনও নতুন ঘটনা নয়। তবে এবার খাবারের খোঁজে শিশুশিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না ঘরে হামলা চালাল গজরাজ। নিমেষে সাবার করল চাল। পাশাপাশি এলাকার তিনটি শ্রমিক আবাসকেও গুঁড়িয়ে দেয় হাতিটি। শিশুদের নিয়ে পালিয়ে কোনও ক্রমে প্রাণে বাঁচেন কয়েকজন।

রবিবার রাতে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাঙ্গী ডিভিশনে। ঘটনায় সমগ্র বাগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায়, রবিবার গভীর রাতে খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে ডাঙ্গী ডিভিশন এলাকায়।হাতিটি প্রথমে এলাকার শিশুশিক্ষা কেন্দ্রের রান্নাঘরে হামলা চালায়।

আরও পড়ুন: হাতে দেখিয়ে বললেন, 'খুলে ফেলেছি', অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! তুমুল শোরগোল

ঘরের দেওয়াল ভেঙে মিড ডে মিলের জন্য মজুত চাল সাবাড় করে। এরপর হাতিটি চলে যায় পুনিয়া লাইন শ্রমিক মহল্লায়। সেখানে পরপর তিনটি শ্রমিক আবাসে হামলা চালায়। আবাস ভেঙে সেই ঘরেরও মজুত খাদ্য দ্রব্য সাবাড় করে। নষ্ট করে ঘরের আসবাবপত্র সহ যাবতীয় সামগ্রীও।ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।রাতেই খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীরা খবর পেয়ে এলাকায় আসে।

আরও পড়ুন: সুরাতে মেলেনি, অবশেষে মিলল পটনায়, 'মোদি'র জন্য সাময়িক স্বস্তি রাহুল গান্ধির!

হাতিটিকে জঙ্গলে পাঠায়। শিশু শিক্ষা কেন্দ্রে এর আগেও বিদ্যালয়ের একটি ঘরে হামলা চালিয়েছিল হাতি।সেটা এখনও মেরামত হয়নি।এবার রান্নাঘরে হামলা চালালো।বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হবে বলেই জানা গিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন। বাগানের তরফে শ্রমিক আবাস মেরামতের ব্যবস্থা করা হবে।বন দফতরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ফর্মে ক্ষতিপূরণের আবেদন করা হলে। তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।

-----সুরজিৎ দে

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Elephant Attack, Jalpaiguri News