#নকশালবাড়ি: ফের সাত সকালে লোকালয়ে গজরাজ! রসদের সন্ধানে জঙ্গল ছেড়ে জনবসতিতে বুনো হাতি! জঙ্গল থেকে বেরিয়ে সোজা ঠিকানা ধানের ক্ষেত! পাকা ধান দিয়েই ব্রেকফাস্ট সারল গজরাজ। তারপর পাশের জনবসতিতে হানা। ক্ষেতের পাশেই পাকা ঘরে তাণ্ডব। ঘর ভেঙে মজুত থাকা চাল, গম খেয়ে পেট ভরাল। এলাকাজুড়ে চালাল তান্ডব! এক্কেবারে স্বমহিমায়! নকশালবাড়ির মাল্লাবাড়ি এলাকায় আজ হানা দাঁতাল হাতির।
আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ধানের জমিতে পা মারিয়ে নষ্ট করল ফসল। ধান দিয়েই ব্রেকফাস্ট! খিদে মিটিয়ে আবার ফিরে যাওয়া নিজের ডেরায়। জঙ্গলে ফিরল গজরাজ। নকশালবাড়ির ইন্দো-নেপাল সীমান্ত লাগোয়া কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে লোকালয়ে। চাষের জমি ক্ষতি হওয়ায় মাথায় হাত কৃষকদের! স্থানীয়দের অভিযোগ, বন দপ্তরকে ফোন করার পরও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
আরও পড়ুন: 'তৃণমূল নেতারাই প্ল্যান বদলে দিয়েছিলেন', বউবাজার নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
তাদের অভিযোগ, বারবার বলার পরও নিয়মিত টহলদারি নেই বন বিভাগের। জঙ্গল ঘেঁষা চাষের জমির ক্ষতির মুখে। হাতির হানা বন্ধ না হলে আগামী দিনে এলাকায় চাষবাস করা দুশ্চিন্তা হয়ে দাঁড়াবে।গতকাল দাঁতাল হাতি ঢুকে পড়েছিল সেনা ছাউনিতে। বুধবার সকাল সকাল জঙ্গল থেকে বের হয়ে সটান সেনা ছাউনিতে হাজির গজরাজ! দিব্ব্যি হেলেদুলে বেড়াল ছাউনি চত্বর! এ যেন গজরাজের মর্নিং ওয়াক! আর দাঁতাল হাতিকে সামনে পেয়ে খুশী অন্য মর্নিং ওয়াকারেরাও। ফের আপন ডেরা জঙ্গলে ফিরে যায়! শিলিগুড়ির বেঙডুবি সেনা ছাউনির ঘটনা!
আরও পড়ুন: তৃণমূলে বিশেষ দায়িত্ব পেলেন ফিরহাদ-অরূপ-সায়নী-ব্রাত্য, তৈরি হল রোস্টার!
ভেঙডুবি জঙ্গল থেকেই লোকালয়ে ঢুকে পড়েছিল হাতিটি। এর আগেও ওই এলাকায় বুনো হাতি লোকালয়ে ঢুকেছিল। মাঝেমধ্যেই সেনা ছাউনিতে হাতি দেখা যায়। প্রতি বছরই এই সময়ে তরাইয়ের চা বাগান এবং চাষের জমিতে ঢুকে পড়ে হাতির পাল। বন দফতর নিয়মিত নজরদারিও রাখে। মূলত রসদের সন্ধানেই জঙ্গলের বেড়াজাল টপকে লোকালয়ে চলে আসে হাতির পাল। আবার কখনও দলছুট হাতিও জনবসতিতে হানা দেয়। জঙ্গল ঘেঁষা গ্রামে তাণ্ডব চালিয়ে "ঘরে" ফেরে গজরাজের দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant Attack, North Bengal