হোম /খবর /উত্তরবঙ্গ /
উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর! মালদহ থেকে বালুরঘাট পর্যন্ত ছুটবে ইলেকট্রিক ট্রেন

Eklakhi-Balurghat Electric Train: উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর! মালদহ থেকে বালুরঘাট পর্যন্ত এ বার ছুটবে ইলেকট্রিক ট্রেন

একলাখি থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত ইলেকট্রিক ট্রেন ছোটা এখন শুধুই সময়ের অপেক্ষা

একলাখি থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত ইলেকট্রিক ট্রেন ছোটা এখন শুধুই সময়ের অপেক্ষা

Eklakhi-Balurghat Electric Train: দীর্ঘদিন ধরে এই রুটে বৈদ্যুতিকরণের দাবি ছিল রেল যাত্রীদের। বাড়বে গতি, যাত্রী স্বাচ্ছন্দ।

  • Local18
  • Last Updated :
  • Share this:

মালদহ : দীর্ঘ প্রতীক্ষার অবসান। মালদহের একলাখি থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত ইলেকট্রিক ট্রেন ছোটা এখন শুধুই সময়ের অপেক্ষা। খুব দ্রুত চালু হয়ে যাবে নয়া ব্যবস্থা। একলাখি - বালুরঘাট রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তর - পূর্ব সীমান্ত রেলের ডিআরএম। খুব দ্রুত একলাখি - বালুরঘাট রুটে ইলেকট্রিক ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম কর্নেল শুভেন্দু চৌধুরী।

এদিন মালদহের গাজোল স্টেশন পরিদর্শন করেন ডিআরএম সহ রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। বেশ কিছুদিন ধরেই এই রুটে রেলের বৈদ্যুতীকরণের কাজ চলছিল। বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য কতটা প্রস্তুত গাজোল স্টেশন, এদিন মূলত তা খতিয়ে দেখা হয়। জিআরএম ছাড়াও পরিদর্শনে হাজির ছিলেন রেলের বৈদ্যুতিকরণ বিভাগের শীর্ষকর্তারা। পরিদর্শন শেষে ডিআরএম জানান, খুব তাড়াতাড়ি এই রুটে ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন বিভিন্ন স্টেশন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি পরিদর্শন হয়েছে। বৈদ্যুতিকরণের কাজকর্ম সঠিকভাবেই এগিয়েছে। কাজের পরিস্থিতি সন্তোষজনক।  এরপর উপযুক্ত কর্তৃপক্ষের 'সার্টিফিকেট' পেলেই বৈদ্যুতিক ট্রেন চালানো শুরু হয়ে যাবে।

আরও পড়ুন : রাষ্ট্রপতির পূর্ণাবয়ব মূর্তি গড়লেন নারায়ণগড়ের শিল্পী সুধীর মাইতি

রেল সূত্রে খবর, বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হলে এই পথে ট্রেনের গতিবেগ অনেকটাই বাড়ানো সম্ভব হবে। যাত্রীরাও বাড়তি স্বাচ্ছন্দ্য পাবেন। এদিন স্টেশন পরিদর্শনের সময় গাজোল স্টেশনে যাতায়াতের রাস্তার বেহাল দশা নিয়েও প্রশ্ন ওঠে। দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল থাকায় যাত্রীরা স্টেশনে পৌঁছতে সমস্যার মুখে পড়ছেন।  মাঝেমধ্যেই ছোটবড় দুর্ঘটনাও ঘটছে।

আরও পড়ুন :  শনি-রবি লংড্রাইভে দিঘা ঘোরার ইচ্ছে? জেনে নিন আকাশ ভেঙে কী দুর্যোগ আসছে সৈকতশহরে

এ বিষয়ে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি আশ্বাস দেন, গাজোল স্টেশন রোডের মেরামতের জন্যও উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে গাজোল স্টেশনে যাত্রীদের সুবিধের জন্য বাড়তি আর কী কী ব্যবস্থা নেওয়া যায় তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিআরএম।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Balurghat, Malda, North Bengal