#কলকাতা: আর একদিন পরেই দ্বিতীয় পর্যায়ের লোকসভা ভোট ৷ রাজ্যে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে ৷ এর মধ্যেই কমিশনকে চিন্তায় ফেলেছে আবহাওয়ার রিপোর্ট ৷
দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে বৃষ্টির ভ্রুকুটি। বুধবার থেকে টানা ৭২ ঘণ্টা ঝড়বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই চলবে ঝড়বৃষ্টি।
পরিস্থিতি মোকাবিলায় কতটা তৈরি নির্বাচন কমিশন? খোঁজ নিলেন ডেপুটি ইলেকশন কমিশনার। সতর্ক থাকতে বললেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এদিন জেলা ও রাজ্য প্রশাসনের কর্তা এবং সিইওর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ৷
আগামী ৩ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে ৷ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ মঙ্গলবার রাজ্যের কয়েক জেলায় তাপমাত্রা ৪০ ছুঁয়েছে ৷ কাল থেকে কমবে দিনের তাপমাত্রা ৷ বৃষ্টি না হওয়া পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ৷