হোম /খবর /উত্তরবঙ্গ /
নতুন করে করোনা আক্রান্ত ৮, সিল করে দেওয়া হয়েছে এই সমস্ত এলাকা

নতুন করে করোনা আক্রান্ত ৮, সিল করে দেওয়া হয়েছে এই সমস্ত এলাকা

এদিন যাদের শরীরে করোনা জীবানুর সন্ধান মিলেছে তারা প্রত্যেকেই ইসলামপুর মহকুমার বাসিন্দা।

  • Share this:

#রায়গঞ্জ: করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই উত্তর দিনাজপুর জেলায়। বুধবার নতুন করে আক্রান্ত হলে ৮জন পরিযায়ি শ্রমিক ৷ রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলায় আরও ৮জনের শরীরে মিলল করোনা জীবানু। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৭।

মোট আক্রান্তদের মধ্যে ৯জনকে করোনা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন যাদের শরীরে করোনা জীবানুর সন্ধান মিলেছে তারা প্রত্যেকেই ইসলামপুর মহকুমার বাসিন্দা। জানা গিয়েছে, আক্রান্ত ৪ জন ইসলামপুর থানার মাটিকুন্ডার বাসিন্দা, একজন গোয়ালপোখর থানার ধরমপুর অন্যজন চোপড়া থানার ধর্মগছ গ্রামের বাসিন্দা।আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ি শ্রমিক বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।জেলা স্বাস্থ্য দফতর আক্রান্ত ব্যক্তিদের করোনা হাসপাতালে নিয়ে আসে।জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি এলাকা সিল করে দিয়েছে। কন্টেইনমেন্ট জোন এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Corona positive, Corona Virus, Migrant labour, Migrant Labour Found Corona Positive, Raigunj