হোম /খবর /উত্তরবঙ্গ /
মৃত বেড়ে ৯, হাসপাতালে ভর্তি অন্তত ৪০, আজ ঘটনাস্থলে রেলমন্ত্রী

North Bengal Train Accident: মৃত বেড়ে ৯, হাসপাতালে ভর্তি অন্তত ৪০, আজ ঘটনাস্থলে রেলমন্ত্রী

চলছে লাইন পরিষ্কারের কাজ৷

চলছে লাইন পরিষ্কারের কাজ৷

রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি থেকে সব যাত্রীদেরই উদ্ধার করা হয়েছে (North Bengal Train Accident)৷

  • Share this:

#ময়নাগুড়ি: দোমোহনিতে বিকানের এক্সপ্রেসের (North Bengal Train Accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৷ হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন চল্লিশ জনের বেশি যাত্রী৷

আহতদের মধ্যে ২৮ জন ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Bikaner Express Accident)৷ এর পাশাপাশি ৭ জন করে চিকিৎসাধীন রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং ময়নাগুড়ি হাসপাতালে৷

আরও পড়ুন: বিভীষিকার বেলাইন ! ICF কোচ দুর্ঘটনার অভিঘাত বাড়িয়েছে বেশি, এমনটাই মত বিশেষজ্ঞদের

রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি থেকে সব যাত্রীদেরই উদ্ধার করা হয়েছে৷ সকাল থেকে রেল লাইনের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে৷ পাশাপাশি কামরার ভিতরে আর কোনও যাত্রী আটকে আছেন কি না, তাও ভাল ভাবে দেখে নেওয়া হচ্ছে৷

আজ সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছনোর কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷ বৃহস্পতিবার রাতেই হাওড়া থেকে বিশেষ ট্রেনে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি৷ দুর্ঘটনাস্থলে রয়েছেন আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা৷

আরও পড়ুন: বগির উপর বগি, কান্নার রোল, ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিউরে ওঠা সব ছবি...

ইতিমধ্যেই রেলের তরফে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে৷

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ জলপাইগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস৷ ট্রেনের মোট বারোটি কামরা লাইনচ্যুত হয়৷ যেভাবে একটি বগি অন্য বগির ঘাড়ে উঠে গিয়েছিল, তাতে প্রাথমিক ভাবে বিপুল সংখ্যক প্রাণহানির আশঙ্কা করা হয়েছিল৷ রেল লাইনে ত্রুটির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Rail Accident