Egiye Bangla: উত্তরবঙ্গে ড্রাগন ফল চাষের উৎসাহ বাড়ছে, লাভের মুখ দেখছেন চাষীরা

Bangla Editor | News18 Bangla
Updated:Oct 31, 2019 10:42 AM IST
Egiye Bangla: উত্তরবঙ্গে ড্রাগন ফল চাষের উৎসাহ বাড়ছে, লাভের মুখ দেখছেন চাষীরা
Bangla Editor | News18 Bangla
Updated:Oct 31, 2019 10:42 AM IST

#শিলিগুড়ি: উত্তরবঙ্গে ড্রাগন ফল চাষের উৎসাহ বাড়ছে। দিন দিন চাহিদা বাড়ায় এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। কৃষকদের ড্রাগন চাষের প্রক্রিয়া শেখানো হয়েছে। ড্রাগন ফল বিক্রি করে লাভের মুখ দেখছেন কৃষকরা।

ক্রমে ড্রাগন ফল চাষের উৎসাহ বাড়ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ ফ্লোরিকালচারস এগ্রি বিসনেস ম্যানেজম্যান্ট বা কোফাম ড্রাগন ফল নিয়ে গবেষণা করে। দক্ষিণ ভারতের বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে এই ফলের নাম উল্লেখ থাকে। ড্রাগন ফল খেলে রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের মত রোগ দূরে থাকে। এরপর,

ড্রাগন ফল চাষে উৎসাহ

- কৃষকদের ড্রাগন ফলের চারা দিয়ে চাষের প্রক্রিয়া শেখানো হয়

- শিলিগুড়ির হাঁসখোয়া চা বাগানের আদিবাসী মহিলারা বাড়ির পাশে অল্প জমিতে ড্রাগন ফল চাষ শুরু করেন

Loading...

- চাষের জন্য সার ও কীটনাশকের প্রয়োজনীয়তা কম

- প্রতিটি ড্রাগন ফল বিক্রি হয় ১৫০ টাকায়

শিলিগুড়ির গণ্ডি ছাড়িয়ে উত্তরবঙ্গের অন্যত্রও চাষ হচ্ছে ড্রাগন ফল। উত্তরবঙ্গের দেখানো পথ ধরে অন্য রাজ্যেও ড্রাগন ফল চাষের কদর বাড়ছে।

First published: 10:42:34 AM Oct 31, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर