• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • বৃহস্পতিবার থেকে শুরু টিকিট বিক্রি, ডার্বির প্রস্তুতি দেখে খুশি ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার থেকে শুরু টিকিট বিক্রি, ডার্বির প্রস্তুতি দেখে খুশি ইস্টবেঙ্গল

অবশেষে প্রতীক্ষার অবসান। কাল, বৃহস্পতিবার থেকে শুরু ডার্বির টিকিট বিক্রি।

অবশেষে প্রতীক্ষার অবসান। কাল, বৃহস্পতিবার থেকে শুরু ডার্বির টিকিট বিক্রি।

অবশেষে প্রতীক্ষার অবসান। কাল, বৃহস্পতিবার থেকে শুরু ডার্বির টিকিট বিক্রি।

 • Share this:

  #শিলিগুড়ি:  অবশেষে প্রতীক্ষার অবসান। কাল, বৃহস্পতিবার থেকে শুরু ডার্বির টিকিট বিক্রি। বেলা সাড়ে এগারোটায় কাউন্টার খুলবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তার আগে মাঠ দেখে খুশি ইস্টবেঙ্গল কর্তারা।

  প্রায় এক বছর পর বড় ম্যাচ। তাই আর যেন তর-সইছে না দুই প্রধানের সমর্থকদের। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হবে ডার্বির টিকিট বিক্রি। উদ্যোক্তারা জানিয়েছেন, চারটি কাউন্টার থেকে আপাতত টিকিট দেওয়া হবে। ১৪ থেকে ১৫ হাজার টিকিট ছাড়া হবে। যদিও মোহনবাগানের টিকিট এখনও শিলিগুড়ি যায়নি বলেই দাবি।

  এদিনই মাঠ দেখতে হাজির হন ইস্টবেঙ্গল কর্তারা। ঘুরে দেখেন পরিকাঠামো। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে খুশি লাল-হলুদ কর্তারা।

  ১২ তারিখ বড় ম্যাচের পর, ১৫ তারিখ এই মাঠে আই লিগের আরও একটি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তবে যাই হোক, বৃহস্পতিবার শুধুমাত্র ডার্বিতেই ডুব দিতে চায় শিলিগুড়ি।

  First published: