#রকি চৌধুরী, ধুপগুড়ি: একে প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে বজ্রপাত৷ তারই মধ্যে শুক্রবার ঠিক রাত বারোটায় ভূমিকম্প অনুভূত হল জলপাইগুড়ি৷ সবথেকে বেশি কম্পন অনুভূত হয় ধুপগুড়ি ব্লকে৷
আতঙ্কের জেরে বৃষ্টির মধ্যে রাতে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ৷ স্থানীয়দের দাবি, রাত বারোটা বাজতেই জোরালো কম্পনে ঘর বাড়ি কেঁেপ ওঠে৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, রাত ১১টা বেজে ৫৯ মিনিটে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু৷ ভূগর্ভ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস৷ ফলে লাগোয়া জলপাইগুড়ি জেলায় কম্পন অনুভূত হয়েছে ৷
আরও পড়ুন: দুরন্ত গতিতে ছুটছে মোটরবাইক, হঠাৎ হারাল নিয়ন্ত্রণ! তার পর? মর্মান্তিক...কম্পনের মাত্রা খুব বেশি না হলেও প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টির মধ্যে মৃদু কম্পনেও আতঙ্ক ছড়ায়৷ জেলার সব ব্লকেই কম্পন অনুভূত হয়েছে বলে খবর৷
প্রাথমিক ভাবে ভূমিকম্পের জেরে প্রাণহানি অথবা বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ ফের কম্পনের আশঙ্কায় বেশ কিছুক্ষণ রাস্তাতেই ছিলেন বহু মানুষ৷ তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর নেই৷
গত বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি৷ ধুপগুড়ি শহরেও জল জমার সমস্যা দেখা দিয়েছে৷ টানা বৃষ্টিতে এমনিতেই নাজেহাল মানুষ৷ গভীর রাতের ভূমিকম্পে আতঙ্ক আরও বেড়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earthquake, Jalpaiguri