corona virus btn
corona virus btn
Loading

দার্জিলিঙের এই পুজো এ বার ১০৫ বছরে পা দিল

দার্জিলিঙের এই পুজো এ বার ১০৫ বছরে পা দিল
দার্জিলিঙের পুজো

লম্বায় ৬৫ ফুট উঁচু মন্দির। চওড়ায় ৩৮ ফুট। পুজোয় এবার এই পুরো মন্দিরই ফুল দিয়ে সাজানোর পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা।

  • Share this:

#দার্জিলিং: পুজোর আনন্দে মেতেছে পাহাড়ও। দার্জিলিং থানার পাশেই নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হলে দুর্গাপুজো উপলক্ষ্যে চার দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যের সঙ্গে সাবেকিয়ানার মিশেল দেখতেই এই পুজোয় ভিড় জমান পাহাড়ের মানুষ। এবার ১০৫ বছরে পড়ল এখানকার পুজো।

লম্বায় ৬৫ ফুট উঁচু মন্দির। চওড়ায় ৩৮ ফুট। পুজোয় এবার এই পুরো মন্দিরই ফুল দিয়ে সাজানোর পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। এই মন্দিরেই ঐতিহ্য মেনে পুজো করা হয় মা দুর্গার। এবার একশো পাঁচ বছরে পড়ল নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু সমিতির পুজো। দার্জিলিং থানার পাশেই এই পুজো দেখতে ভিড় জমান পাহাড়ের মানুষ।

চার দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে প্রস্তুতি চলছে জোরকদমে। পুজোর দিনগুলিতে প্রসাদ হিসেবে থাকছে মায়ের ভোগ।

শিলিগুড়ির কুমারটুলি থেকে আসে প্রতিমা। পঞ্চমীতেই মূর্তি স্থাপন করা হবে এখানে।

First published: October 2, 2019, 2:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर