#রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের উদয়পুর ভাটা কলোনিতে বিনোদ বিশ্বাস নামে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রায়গঞ্জ থানা পুলিশের প্রাথমিক অনুমান অত্যাধিক মদ্যপানের কারনেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
ঘটনার খবর পেয়ে কর্নজোড়ার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পৌছায় স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় সরকার। মৃতদেহ কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশী তদন্ত শুরু হয়েছে। কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য অজয় সরকার জানিয়েছেন ,বিনোদ এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল।কেন এভাবে তার মৃত্যু হল এলাকার মানুষ বুঝে উঠতে পারছে না। পুলিশকে ঘটনার সঠিক তদন্ত করার জন্য বলা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, North bengal news