জলপাইগুড়ি: সবজি বোঝাই লরি ও ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চিকিৎসকের, গুরুতর আহত গাড়ির চালক-সহ অপর সঙ্গী। দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের ইনোভা গাড়িটি ধূপগুড়ির দিক থেকে ফালাকাটা অভিমুখে যাওয়ার সময় শালবাড়ী ওভারব্রিজ সংলগ্ন এলাকায় সবজি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ আজ ৫ জেলায় তাপপ্রবাহে লাল সর্তকতা, শুক্রবার থেকে কমবে তাপমাত্রা, বৃষ্টি নামবে জেলায় জেলায়
পুলিশ সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম শুভ্রনীল গুহ। বাড়ি জলপাইগুড়ি বর্তমানে তিনি আলিপুরদুয়ারের কলেজ পাড়ায় থাকেন। মৃত চিকিৎসক আলিপুরদুয়ারে বেসরকারি প্র্যাকটিস করেন। এ দিন তিনি ক্রান্তি থেকে চেম্বার করে আলিপুরদুয়ার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালক ও অপর সঙ্গীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Jalpaiguri