#বালুরঘাট: খাদ্য সুরক্ষা অভিযানে বেরিয়ে জেলাশাসকের নজরে এল ফর্মেলিন দেওয়া মাছ, ভেজাল সরষের তেল, জল মেশানো দুধ! দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিভিন্ন দোকান, বাজার খতিয়ে দেখলেন জেলাশাসক। সন্দেহজনক বিভিন্ন খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। বিক্রেতাদের দেওয়া হয়েছে নোটিশ৷
কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগ, তো কোথাও দুধে মেশানো হচ্ছে জল ! দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের দফতরে গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা থেকে জমা পড়ছিল একের পর এক অভিযোগ। শুক্রবার ভেজালবিরোধী অভিযানে নামলেন খোদ জেলাশাসক নিখিল নির্মল।বাজারের ফ্রিজ থেকে বের হল ফর্মেলিন দেওয়া পচা মাছ, খাবারের দোকানের রান্নাঘরে ময়লা, ওষুধের দোকানে লাইসেন্সের সমস্যা- স্ক্যানারের তলায় শুক্রবার ফুটে উঠল সবই.জেলাশাসকের সামনেই দুধে জল মেশানোর কথা স্বীকার করে নিলেন দুধবিক্রেতা. তাঁর দাবি, 6 লিটার দুধে মেশান দেড় লিটার জল৷
হদিশ মিলল ভেজাল তেলের গোডাউনেরও. মালিকের খোঁজ না পেয়ে তালা ভেঙেই কারখানায় ঢোকেন জেলাশাসক.সন্দেহজনক তেল, মাছ, মিষ্টির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে. লাইসেন্সহীন বিভিন্ন দোকানকে দেওয়া হয়েছে নোটিশ. ভেজাল বিরোধী অভিযান জারি থাকবে বলেই দাবি জেলা প্রশাসনের৷