#ময়নাগুড়ি: রেল লাইনে কোনও ত্রুটি থাকার জেরেই কি লাইনচ্যুত হল বিকানের এক্সপ্রেস (Bikaner express accident)? দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে এমনটাই মনে করছেন রেল কর্তারা৷ তার উপরে বিকানের এক্সপ্রেসে অত্যাধুনিক এলএইচবি কোচের বদলে পুরনো আইসিএফ কোচ থাকায় ক্ষয়ক্ষতিও বাড়ার আশঙ্কা বেড়েছে (Train Accident in North Bengal)৷
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, ময়নাগুড়ির দোমোহনীতে লাইনচ্যুত হয় আপ বিকানের এক্সপ্রেস৷ দুর্ঘটনার জেরে ৬টি বগি লাইনচ্যুত হয়৷ একটি কামরার উপরে উঠে যায় অন্য কামরা৷ দুর্ঘটনার ধরন দেখে রেল কর্তাদের প্রাথমিক অনুমান, সম্ভবত রেল লাইনে ফাটল বা অন্য কোনও ত্রুটি ছিল৷ ইঞ্জিন সহ প্রথম কয়েকটি কামরা বেরিয়ে যাওয়ার পর সম্ভবত লাইনের ফাটল বেড়ে যায়৷ যার জেরেই বাকি বগিগুলি লাইনচ্যুত হয়৷
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ময়নাগুড়িতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
এর পাশাপাশি রেল কর্তাদের মতে, বিকানের এক্সপ্রেসের সবকটি বগিই ছিল পুরনো আইসিএফ মডেলের৷ নতুন প্রযুক্তির এলএইচবি কোচ থাকলে দুর্ঘটনার অভিঘাত কম হত বলেই মত রেল কর্তাদের৷ সেক্ষেত্রে হয়তো এ ভাবে একটি বগির ঘাড়ে আর একটি বগি উঠে যেত না৷ কামরার ভিতরেও দুর্ঘটনার অভিঘাত কম হত৷ ফলে যাত্রীদেরও আঘাত পাওয়ার সম্ভাবনা কমত৷
যদিও বিস্তারিত তদন্ত ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না বলেই জানাচ্ছেন রেল কর্তারা৷
নর্থ ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনিত কউর জানিয়েছেন, বিকেল পাঁচটার সময় দুর্ঘটনা ঘটেছে৷ তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Rail Accident