#মালদহ: দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মালদহ শহরের বাগবাড়ি এলাকার এক বেসরকারি পোল্ট্রিফার্মের অফিসে। শনি-রবিবারের বিক্রির জমা সমস্ত টাকা নিয়ে চম্পট দিল ডাকাতদল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়েই।
ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ,রবিবার রাত প্রায় সাড় ১১টা হঠাৎ বন্দুকধারী প্রায় ১৪ জনের ডাকাত দল ঢুকে পড়ে এই বেসরকারি পোল্ট্রিফার্ম অফিসে। এই অফিসের কর্মীরা নিজের কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন।সেই সময় ডাকাত দল আগ্নেয়াস্ত্রের নাগালে সকল কর্মীকে বন্দি করে,ক্যাশ বাক্সে শনি রবিবারের বিক্রির জমা সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়।
ক্যাশ বাক্সে থাকা ২০ লক্ষ ৪৪ হাজার ৬৪০ টাকা নিয়ে গেছে ডাকাত দল।রাতেই ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রাথমিক তদন্ত চালায়। আজ সকালে ইংরেজবাজার থানায় পুলিশ আবার ঘটনাস্থলে যায়।অফিসে থাকা গোপন ক্যামেরা-সহ সমস্ত দিক খতিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে পোল্ট্রিফার্ম অফিসের ম্যানেজার হিমালয় গুপ্ত জানান,"রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ ১৪ জনের ডাকাত দল ঢুকে অফিসে।রাতে কাজ চলছিল তাই মেনগেটের তালা খোলাই ছিল।সেই গেট কোনো ক্রমে খুলে ডাকাত দল ভিতরে ঢুকে যায়।সকলকে বন্দুক দেখিয়ে বন্দি করে ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকাই নিয়ে যায় তারা। ব্যাঙ্ক বন্ধ থাকায় শনি ও রবিবার বিক্রির মোটা টাকা ক্যাশ বাক্সেই ছিল।পুলিশে অভিযোগ করা হয়েছে। তবে গ্রাম ছাড়িয়ে শহরে এই মতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Poultry farm, ডাকাতি, মালদা