#জলপাইগুড়ি: ফের চিতাবাঘের দেহ উদ্ধার। জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলে মিলল পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ। গাড়ির ধাক্কায় মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট দেখে অনুমান বন দফতরের। জলপাইগুড়িতে উদ্ধার চিতাবাঘের দেহ।গাড়ি ধাক্কায় মৃত্যু বলে ময়নাতদন্তের রিপোর্ট দেখে অনুমান বন দফতরের।
প্রথমে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে অনুমান করলেও ময়নাতদন্তের রিপোর্টে মেলে অন্য তথ্য। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিককালে জলপাইগুড়ির একাধিক চাবাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে। পালটা বিষক্রিয়ায় চিতাবাঘের মৃত্যুরও খবর মিলেছে। এই প্রেক্ষাপটে ফের উদ্ধার চিতাবাঘের দেহ।
গয়েরকাটা থেকে মরাঘাট জঙ্গলের বুক চিরে নাথুয়াহাটের দিকে চলে গিয়েছে এই রাজ্য সড়ক। স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ি চালানোর জেরে প্রায়ই বন্যপ্রাণীর মৃত্যু ঘটছে। হাতি মৃত্যু ঠেকাতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে রেল। এলিফ্যান্ট করিডরগুলিতে অপেক্ষাকৃত ধীর গতিতে চালানো হয় ট্রেন। কিন্তু, রাজ্য সড়কে কেন গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে না?