হোম /খবর /উত্তরবঙ্গ /
কালিম্পং, লাভা-লোলেগাঁওতে ধ্বস! প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

Darjeeling landslide | Bangla news: কালিম্পং, লাভা-লোলেগাঁওতে ধ্বস! প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

কালিম্পং, লাভা-লোলেগাঁওতে ধ্বস! প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

কালিম্পং, লাভা-লোলেগাঁওতে ধ্বস! প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

Darjeeling landslide | Bangla news: কালিম্পং, লাভা, লোলেগাঁও রাস্তায় সবথেকে বেশি ধস নেমেছে। দার্জিলিং বেড়াতে গেলে এই জায়গাগুলিও থাকে তালিকায়।

  • Last Updated :
  • Share this:

#দার্জিলিং: দুর্গাপুজো শেষ হলেই বাঙালি ছুটি কাটাতে ছোটে পাহাড়ে। এই সময়টা পাহাড়ের আবহাওয়াও থাকে মনোরম। কিন্তু এবার বাধ সেধেছে দুর্যোগ। টানা বৃষ্টিতে ব্যাহত দার্জিলিং ও সংলগ্ন এলাকায় যাতায়াত ব্যবস্থা। বিশেষ করে কালিম্পং, লাভা, লোলেগাঁও রাস্তায় সবথেকে বেশি ধস নেমেছে। দার্জিলিং (Darjeeling landslide) বেড়াতে গেলে এই জায়গাগুলিও থাকে তালিকায়।

এখনও পর্যন্ত মোট ১৮টি জায়গায় ধ্বস নেমেছে। ধসের জেরে বহু পর্যটকরা আটকে পড়েছেন। যে সমস্ত পর্যটকদের গাড়ি আটকে গিয়েছিল তাঁদের আজ সকালে চা বিস্কুট দেওয়া সম্ভব হয়েছে সিভিল ডিফেন্স এর তরফ। কাছাকাছি যে হোমস্টেগুলি রয়েছে সেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে পর্যটকদের জন্য। ১০ নম্বর জাতীয় সড়কের চারটি জায়গায় ধস নেমেছে। কিন্তু ছোট গাড়িগুলি জরুরি ব্যবস্থার জন্য যাতায়াত করছে।

অন্যদিকে গ্যাংটক যাওয়ার জন্য যে রংপো ব্রিজ সেই রংপুর ব্রিজের সাপোর্টিং পিলার জলে ধুয়ে গিয়েছে। তবে সিকিম সরকার কিছুক্ষণের মধ্যেই ছোট গাড়ি যাতায়াতের অনুমতি দিতে পারে। অন্যদিকে মালি ব্রিজ ১০ নম্বর জাতীয় সড়কের জন্য আপাতত আটকে রয়েছে অনেকেই। মূলত যারা টয়ট্রেনের যে সংস্থা কাজ করছিল সেই সংস্থাকে দিয়ে আপাতত ধসের জন্য যে যে অংশগুলি আটকে রয়েছে সেগুলি পরিষ্কারের কাজ চলছে। অন্যদিকে দার্জিলিংয়ের ৫ থেকে ১০টি জায়গায় ধস নেমেছে। তবে ৫৫ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ শিলিগুড়ি দার্জিলিং (Darjeeling landslide) রাস্তা আপাতত খোলা রয়েছে। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ গতকালের তুলনায় কমেছে।

আরও পড়ুন- আজ থেকে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর

নতুন করে বৃষ্টি না হলে জলের পরিমাণ অনেকটাই কমবে বলে আশা করছে প্রশাসন। তবে ছোটখাটো ল্যান্ড স্লাইড দার্জিলিংয়ের (Darjeeling landslide) একাধিক অংশে অনেক হয়েছে। সেগুলির উদ্ধারকার্য অনেকটাই শেষ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। আজও উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Rain in Darjeeling)৷ তাই পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা। কড়া সতর্কতা জারি হয়েছে।

Somraj Bandopadhyay

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: North Bengal