হোম /খবর /উত্তরবঙ্গ /
পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য খুশির খবর! বাড়ছে টয় ট্রেনের সংখ্যা

Darjeeling: পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য খুশির খবর! বাড়ছে টয় ট্রেনের সংখ্যা

পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য খুশির খবর

পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য খুশির খবর

Darjeeling: দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন পরিষেবার অধীনে প্রতিদিন চারটি ডিজেল স্পেশাল জয়রাইডস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

  • Share this:

দার্জিলিং: পর্যটকদের দাবি পূরণের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দার্জিলিং ও ঘুমের মধ্যে ১লা মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) টয় ট্রেন পরিষেবার অধীনে প্রতিদিন চারটি ডিজেল স্পেশাল জয়রাইডস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, প্রত্যেকটি জয়রাইডে একটি করে অতিরিক্ত ফার্স্ট ক্লাস চেয়ার কার সংযোজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম যাত্রীর পরিপ্রেক্ষিতে ১ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত ট্রেন নম্বর ৫২৫৩৯/৫২৫৩৮ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং-নিউ জলপাইগুড়ি এসি স্পেশাল বাতিল করা হয়েছে।

ডিজেল স্পেশাল জয়রাইডস-এর চলাচল:- ট্রেন নম্বর ০২৫৪৭ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ০৯.২০ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১০.০৫ ঘণ্টায়। ফেরত যাওয়ার সময় ট্রেনটি ঘুম থেকে ১০.২৫ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১০.৫৫ ঘণ্টায়। ট্রেন নম্বর ০২৫৪৮ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ১১.২৫ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১২.১০ ঘণ্টায়।

ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১২.৩০ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১৩.০০ ঘণ্টায়। ট্রেন নম্বর ০২৫৪৯ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ১৩.২৫ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১৪.১০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৪.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১৫.০৫ ঘণ্টায়।

ট্রেন নম্বর ০২৫৫০ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ১৫.৩০ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১৬.১৫ ঘণ্টায়। ফেরত যাওয়ার সময় ট্রেনটি ঘুম থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১৭.০৫ ঘণ্টায়। চারটি ডিজেল স্পেশাল জয়রাইডে থাকবে ০৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচ ৩০টি আসন আসন এবং একটি কোচে ২৯টি আসন থাকবে।

জয়রাইডে সংযোজন:- ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত জয়রাইড ট্রেন নম্বর ৫২৫৯৪, ৫২৫৯৬, ৫২৫৯৮, ৫২৫৪৪-এ একটি করে অতিরিক্ত ফার্স্ট ক্লাস চেয়ার কার সংযোজন করা হবে। এই ট্রেনগুলির আপডেট করায় ৩টি ফার্স্ট ক্লাস চেয়ার কার ও আসন ক্ষমতা বেড়ে হবে ৩০টি।

আরও পড়ুন,  লক্ষ্য পরিকাঠামো উন্নয়ন, টয় ট্রেনকে সাক্ষী রেখেই হয়ে গেল ম্যারাথন

আরও পড়ুন, কলকাতার মাটির নীচে একই জায়গায় তিন সুড়ঙ্গ! হতবাক করা কাণ্ড

ট্রেন বাতিল:- যাত্রীর সংখ্যা কম হওয়ার জন্য ১ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত ৫২৫৩৯/৫২৫৩৮ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং-নিউ জলপাইগুড়ি এসি স্পেশালের চলাচল বাতিল থাকবে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Darjeeling