Home /News /north-bengal /
পাহাড়েও পুজো ব্যস্ততা তুঙ্গে, নেপালি পোশাকে সেজেছেন দুর্গা

পাহাড়েও পুজো ব্যস্ততা তুঙ্গে, নেপালি পোশাকে সেজেছেন দুর্গা

Photo: News18 Bangla

Photo: News18 Bangla

নেপালি পোশাকে দুর্গাকে দেখতে চান ? তাহলে টুক করে পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন দার্জিলিং বা কালিম্পঙে।

 • Share this:

  #দার্জিলিং: নেপালি পোশাকে দুর্গাকে দেখতে চান ? তাহলে টুক করে পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন দার্জিলিং বা কালিম্পঙে। গতবছরের অশান্তিতে মাথায় হাত পড়েছিল শিলিগুড়ির মৃৎশিল্পীদের। এবছর দ্বিগুণ উৎসাহে পুজোয় মাততে চলেছে পাহাড়বাসী। হাসি ফিরেছে শিল্পীদেরও।

  আগের বছর অশান্তির সময় পুজোর সংখ্যা কমে গিয়েছিল। কিছু উদ্যোক্তা পুজো সেরেছিলেন নম নম করে। বাজার পড়ে গিয়েছিল শিলিগুড়ির কুমারটুলিরও। এবার অবশ্য ছবিটা ভিন্ন। অশান্তির কালো মেঘ সরিয়ে পুজো নিয়ে ব্যস্ত পাহাড়বাসী। চওড়া হাসি মৃৎশিল্পীদের মুখে। শুধুই শিলিগুড়ি বা দার্জিলিঙে নয়। সিকিমেও এবার প্রতিমার চাহিদা তুঙ্গে।

  hill puja

  শিষ্টের পালন আর দুষ্টের দমনে তাঁর জুড়ি নেই। সুন্দরী দার্জিলিংকে যেন আর না ছুঁতে পারে কোনও অশান্তি। মা দুর্গার কাছে এখন এটাই প্রার্থনা পাহাড়বাসীর।

  First published:

  Tags: Darjeeling Puja, Durga Puja 2018

  পরবর্তী খবর