• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • দার্জিলিঙে করোনা-গুজব, গুজব ছড়ানোয় অভিযুক্ত এক মহিলা

দার্জিলিঙে করোনা-গুজব, গুজব ছড়ানোয় অভিযুক্ত এক মহিলা

দার্জিলিঙে করোনা-গুজব, গুজব ছড়ানোয় অভিযুক্ত এক মহিলা

দার্জিলিঙে করোনা-গুজব, গুজব ছড়ানোয় অভিযুক্ত এক মহিলা

দার্জিলিঙে করোনা-গুজব, গুজব ছড়ানোয় অভিযুক্ত এক মহিলা

 • Share this:

  #দার্জিলিং: একেই করোনার কাঁপনে আতঙ্কে মানুষ। তার মধ্যে করোনা নিয়ে গুজব রটানোর অভিযোগ। দার্জিলিঙে অনেকেরই মোবাইলে এক মহিলার অডিও ক্লিপিংস ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হয়, দার্জিলিঙের এক হোটেলকর্মী করোনায় আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভরতি। হোটেল ও নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি উড়িয়ে দিয়েছে। দাজিলিং সদর থানায় ওই মহিলার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

  মোবাইলে ঘুরে বেড়াচ্ছে এক মহিলার কণ্ঠের অডিও ক্লিপিংস। তাতেই করোনা আতঙ্ক।

  দার্জিলিঙে করোনা গুজব

  দার্জিলিঙে অনেকেরই মোবাইলে নেপালি ভাষী এক মহিলার অডিও ক্লিপিংস ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হয়,

  দার্জিলিঙের এক হোটেলকর্মী করোনায় আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভরতি

  মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই অডিও ক্লিপিংস। ওই নার্সিংহোমের অন্য রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। হোটেল ও নার্সিংহোম কর্তৃপক্ষ অডিও ক্লিপিংসটিকে ভুয়ো বলে দাবি করেছেন। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে।

  দার্জিলিঙের পুলিশ সুপার জানিয়েছেন, ওই অডিও ক্লিপিংসটি গুজব। দার্জিলিঙে এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত নন।

  মহিলার বিরুদ্ধে দার্জিলিং সদর থানায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই করোনাকে মহামারী ঘোষণা করেছে WHO। প্রতি মূহূর্তে সোশাল মিডিয়ায় করোনা নিয়ে বিভিন্ন পোস্ট হচ্ছে। বারবার প্রশাসনের আরজি, আতঙ্কে নয়, সতর্ক থাকুন। গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রশাসনের।

  Published by:Akash Misra
  First published: