#শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে এবারে শহর শিলিগুড়িতে মুকুল রায়ের সমর্থনে ফ্লেক্স! একুশের লড়াইয়ের আগে শহরের একাধিক জায়গায় এই ফ্লেক্সকে ঘিরেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে লেখা রয়েছে 'মুকুল তোমার হাত ধরে পদ্ম ফুটুক ঘরে ঘরে। পরিবর্তনের পরিবর্তন হোক বাংলায়।' নীচে লেখা আমরা দাদার অনুগামী।
এটাই প্রথমবার নয়। আগে রাজ্যজুড়েই শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার, ফ্লেক্স পড়েছে। সাগর থেকে পাহাড়ে। তারপর রাজ্যের আর এক মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের সমর্থনে পড়েছে ফ্লেক্স, পোস্টার। দুই ক্ষেত্রেই কোথাও লেখা 'আমরা দাদার অনুগামী' বা 'আমরা দাদার ভক্ত।' এবারে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সমর্থনে ফ্লেক্স পড়ায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে হঠাৎ করে মুকুলের সমর্থনে কেন ফ্লেক্স? এর আগে তৃণমূল ছাড়ার আগে মুকুলের সমর্থনে ফ্লেক্স পড়েছিল শহরে। এবারে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়ের পর বিজেপি নেতা মুকুল রায়ের সমর্থনে ফ্লেক্স পড়া কীসের বার্তা? আবার কোথাও শুভেন্দুর সমর্থনে যেখানে ফ্লেক্স পড়েছে, তার পাশেই মুকুল রায়ের সমর্থনে ফ্লেক্স।
একুশের নির্বাচনের আগে ঘাস ফুল এবং পদ্ম শিবিরের মধ্যে জোর টক্কর চলছে। এক ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়তে নারাজ। ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়েই চলছে প্রচার। সভা, পালটা সভায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির দাবী ২০০-এর বেশী আসন নিয়ে তারাই ক্ষমতায় আসছে। পালটা তৃণমূলের দাবী, রাজ্য দখল থাকবে তাদেরই। ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন মমতা বন্দোপাধ্যায়ই। সেখানে এই ধরনের 'আমরা দাদার অনুগামী' লেখা ফ্লেক্স রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। যদিও মুকুল রায়ের সমর্থনে ফ্লেক্সকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবী, দাদা নয়, আমরা সবাই দিদির অনুগামী। অন্যদিকে বিজেপি নেতৃত্বর দাবী, রাজ্যে পরিবর্তনের পরিবর্তন এখন স্রেফ সময়ের অপেক্ষা। তবে দিলীপ ঘোষ নয়, মুকুল রায়ের সমর্থনে কেন ফ্লেক্স, তা ভাবাচ্ছে পদ্ম শিবিরকেও।
Partha Sarkar