হোম /খবর /উত্তরবঙ্গ /
ছুটি নিয়ে ঘুরতে গিয়েছে পুলিশ! সুযোগ বুঝে বাড়ি ফাঁকা করে দিল চোর

Crime: ছুটি নিয়ে ঘুরতে গিয়েছে পুলিশ! সুযোগ বুঝে বাড়ি ফাঁকা করে দিল চোর

সুযোগ বুঝে বাড়ি ফাঁকা করে দিল চোর

সুযোগ বুঝে বাড়ি ফাঁকা করে দিল চোর

Crime: নগদ টাকা, সোনা, ল্যাপটপ এবং মোটরবাইক চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতীরা।

  • Share this:

মালদহ: হোলির দিনেই বিপত্তি। ফাঁকা বাড়িতে দুষ্কৃতী তান্ডব। এবারে পুলিশ কর্মীর বাড়িতেই চুরি। নগদ টাকা, সোনা, ল্যাপটপ এবং মোটরবাইক চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুরের মডেল কলোনি এলাকায়। জানা গিয়েছে, ওই পুলিশ কর্মীর নাম আজমল হক। বাড়ি মুর্শিদাবাদে। ইংরেজবাজারের যদপুর মডেল কলোনি এলাকায় সপরিবারে প্রায় দেড় বছর ধরে ভাড়া থাকেন তিনি।

মালদহ জেলা পুলিশ সুপার অফিসে বর্তমানে কর্মরত আছেন তিনি। হোলি উপলক্ষে সপরিবারে বাড়ি গিয়েছিলেন ওই পুলিশ কর্মী। বাড়িতে কেউই ছিলেন না। তালা বন্ধ বাড়িতে হোলির দিন চলে দুষ্কৃতি তাণ্ডব। একাধিক ঘরের তালা এবং আলমারি ভেঙে দীর্ঘক্ষণ ধরে লুটপাট করে দুষ্কৃতীরা। ফোন মারফৎ পুলিশ কর্মী জানতে পারেন বাড়িতে চুরি হয়ে গিয়েছে।

দুষ্কৃতীরা সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় ৬৫ হাজার টাকা, এক ভরি সোনা, একটি ল্যাপটপ এবং একটি মোটরবাইক নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একজন পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটলে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায়।

এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।  পাশাপাশি তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলেছেন। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। লুটপাটের ঘটনার সঙ্গে চেনা পরিচিত বা আশপাশের লোকজনের যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন, বাংলাতেও পোস্তর চাষ চান মমতা, অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন, রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক! প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ নিয়ে আলোচনা?

নিছক চুরির ঘটনা, নাকি কোনওরকম শত্রুতাবশত পুলিশকর্মীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা।  তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হোলির উৎসবে আনন্দ করতে গিয়ে বাড়িতে লুটপাটের ঘটনায় কার্যত মাথায় হাত পুলিশকর্মীর পরিবারের।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Crime, Police