মালদহ: একটি বা দুটি নয়। পঞ্চায়েত ভোটের আগে মালদহের কালিয়াচকে লিচুবাগান থেকে ৪৫ টি বোতল বোমার হদিশ। মাটি খুঁড়ে প্রচুর বোতল বোমা উদ্ধারের ঘটনায় চক্ষু চড়কগাছ পুলিশেরই। শনিবার দুপুর থেকে দফায় দফায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াড। বোমা নিষ্ক্রিয় করার সময় জোড়ালো শব্দ এবং ধোয়া দেখতে পাওয়া যায়।
মালদহের কালিয়াচক থানার জালুয়াবাঁধাল অঞ্চলের গঙ্গানারায়নপুর গ্রামের ঘটনা। গতকাল ওই এলাকায় নির্জন লিচুবাগানে একটি ব্যাগের মধ্যে কয়েকটি ঠান্ডা পানীয়ের বোতল লুকিয়ে রাখা রয়েছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর সন্দেহ বাড়ে পুলিশেরও। এরপরই ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে।
কিন্তু , ওই এলাকাতেই যে এত বোমা লুকনো রয়েছে তা আন্দাজ করতে পারেনি পুলিশও । শনিবার দুপুর নাগাদ এলাকায় পৌঁছয় দমকল ও বোম ডিস্পোজাল স্কোয়াড। ওই এলাকায় প্রাথমিকভাবে একটি ব্যাগে তিন-চারটি ঠান্ডা পানীয়ের বোতল মোড়ানো অবস্থায় দেখে সন্দেহ হয়েছিল স্থানীয়দের। কিন্তু এদিন এলাকায় গিয়ে শুধু একটি ব্যাগ নয়, মাটির ভেতরে পুঁতে রাখা এক এক করে দশটি ব্যাগে ৪৫টি বোতল বোমা পাওয়া যায়। স্বাভাবিকভাবেই কে বা কারা বোতল বোমাগুলি মজুত করেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। বড় ধরনের বিস্ফোরণের সম্ভাবনা এড়াতে এদিন একেক বারে তিনটি- চারটি করে বোতল বোমা নিষ্ক্রিয় করা হয়।
আরও পড়ুন, প্ল্যান 'বি' রণকৌশলেই বিধানসভার গেটে SFI, বুঝতেও পারেনি পুলিশ
আরও পড়ুন, গ্রামে গ্রামে ১২ হাজার কিমি রাস্তা, সাত দফা প্রচারের কৌশল বলল নবান্ন
তদন্তকারীদের ধারণা, বোমাগুলি বেশ কিছুদিন ধরেই মাটি খুঁড়ে লুকিয়ে রাখা হয়েছিল। রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। মালদহের কালিয়াচক বরাবরই স্পর্শকাতর। এই অবস্থায় বিপুল পরিমাণ বোতল বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রকৃত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, বোমা উদ্ধারের ঘটনায় দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। সব সম্ভাবনায় খতিয়ে দেখা হবে তদন্তে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime