হোম /খবর /উত্তরবঙ্গ /
ক্রিকেট খেলতে গিয়েছিল কিশোর, একটু পরেই মিলল গলা কাটা লাশ! নৃশংস কাণ্ড মালদহে

Crime: ক্রিকেট খেলতে গিয়েছিল কিশোর, একটু পরেই মিলল গলা কাটা লাশ! নৃশংস কাণ্ড মালদহে

নৃশংস কাণ্ড মালদহে

নৃশংস কাণ্ড মালদহে

Crime: ঘটনায় হতবাক গোটা গ্রাম। মালদহের কালিয়াচকের নবীনগর এলাকার ঘটনা।

  • Share this:

মালদহ: ক্রিকেট খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করা হল মাত্র ১৭ বছরের এক কিশোরকে। লিচু বাগান থেকে উদ্ধার গলাকাটা মৃতদেহ। ঘটনায় হতবাক গোটা গ্রাম। মালদহের কালিয়াচকের নবীনগর এলাকার ঘটনা।

এলাকাবাসীরা জানিয়েছেন, মাত্র তিন মাস আগেই বিয়েও করেছিল ওই কিশোর। খুনের কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য। শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। রাতে বাড়ি না ফেরায় গভীর রাত পর্যন্ত এলাকায় খোঁজাখুঁজি চলে।

সকালে লিচু বাগানে দেহ উদ্ধারের কথা জানতে পারেন পরিবার ও প্রতিবেশীরা। পরে পরিবারের লোকজন এলাকায় গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। খুনের ঘটনাা জানতে পেরেই এলাকায় ভিড় করেন কাতারে কাতারে মানুষ।

ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। গলাকাটা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দেহ। পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে প্রতিবেশী এক যুবক ওই কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এরপর সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত এলাকার লোকজন ওই কিশোরকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। সন্ধ্যার পর কেউ তাকে দেখেছেন এমনটা মনে করতে পারছেন না। এরইমধ্যে রাতের দিকে ছেলের মোবাইল ফোন 'সুইচড অফ' হয়ে যায় বলে জানিয়েছে পরিবার।

এরপর থেকে দেহ উদ্ধার হওয়া পর্যন্ত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও কোনওরকম  যোগাযোগ করা যায়নি। এরপর সকালে লিচু বাগানে গলাকাটা অবস্থায় দেহ উদ্ধার করার ঘটনায়, পরিবার নিশ্চিত খুন করা হয়েছে কিশোরকে। তবে খুনের কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য। এ ব্যাপারে মৃত কিশোরের পরিবার প্রতিবেশী এক যুবকের নাম পুলিশকে জানিয়েছে। তাকে জেরা করে খুনের ঘটনায় তথ্য মিলতে পারে বলে আশা পুলিশের। তার খোঁজ চলছে।

আরও পড়ুন,  জনপ্রিয়তা বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের! আরও বেড়ে গেল সুযোগ-সুবিধা, জেনে নিন

আরও পড়ুন, ইচ্ছা থাকলেও টিকিট মেলে না? ভিড় সামলাতে ২ মার্চ থেকে হোলি স্পেশ্যাল ট্রেন চালু

মৃতের মা দাবি করেন, রীতিমতো পরিকল্পনা করে রাতের অন্ধকারে ডেকে নিয়ে খুন করা হয়েছে। ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছে মৃতের পরিবার।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Crime, Police