হোম /খবর /উত্তরবঙ্গ /
জাদু দেখাতে গিয়ে বউ 'ভ্যানিস' করে দিল জাদুকর, রেগে আগুন স্বামী

Crime: জাদু দেখাতে গিয়ে বউ 'ভ্যানিস' করে দিল জাদুকর, রেগে আগুন স্বামী

জাদুকরের খোঁজে পুলিশ।

জাদুকরের খোঁজে পুলিশ।

Crime:গ্রামের আরও অনেক মহিলার কাছ থেকে নগদ টাকা, অলংকার হাতিয়ে বেপাত্তা অভিযুক্ত।

  • Share this:

মালদহ;- জাদুকরের হাতে কিনা বউ ভ্যানিস! হইহই কান্ড পুরাতন মালদহে। জাদুকরের বিরুদ্ধে বউ চুরির অভিযোগ জানিয়ে পুলিশের দারস্থ এক ব্যক্তি। অজ্ঞাত পরিচয় জাদুকরের খোঁজে পুলিশ। এদিকে শুধু অন্যের বউ নিয়ে পালানোয় নয়। গ্রামের আরও অনেক মহিলার কাছ থেকে নগদ টাকা, অলংকার হাতিয়ে বেপাত্তা অভিযুক্ত।

পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েতের শান্তিপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গত প্রায় এক সপ্তাহ ধরে পুরাতন মালদহের এই প্রত্যন্ত গ্রামে হাজির হয় এক যুবক। এলাকায় ঘাঁটি গেঁড়ে মূলত সাইকেলের বিভিন্ন ব্যালেন্সের খেলা দেখিয়ে সকলকে তাক লাগাতো ওই যুবক। এছাড়াও আরও নানারকম ভেলকি দেখানোর খেলা দেখাতো। নিজেকে 'জাদুকর' বলেও এলাকায় পরিচয় দিয়েছিল।

লাগাতার কয়েকদিন গ্রামে থাকার সুবাদে এলাকার অনেকের সঙ্গেই আলাপ জমায় ওই যুবক। গ্রামের অনেক মহিলার সঙ্গেও তার পরিচয় গড়ে ওঠে। এরই সুযোগ নিয়ে মহিলাদের ভরসা জুগিয়ে অনেকের ব্যক্তিগত ইচ্ছে, আকাঙ্ক্ষা, সমস্যা জেনে ফেলে ওই যুবক। এরপর সমস্যা ভ্যানিস করার প্রতিশ্রুতি দিয়ে কারও কাছ থেকে নগদ টাকা, কারও কাছ থেকে সোনার বালা,  চুরি,  হাতের আংটি, কানের দুল এমন বেশকিছু সোনার গয়না হাতিয়ে নেয়। সকলকেই বলে কাজ হওয়ার জন্য বিষয়টি অত্যন্ত গোপন রাখতে হবে।

আবার কাউকে বলে, তার কাছে গচ্ছিত রাখা নগদ টাকা, অলংকার সবই দ্বিগুণ হয়ে যাবে। তার কথায় অন্ধবিশ্বাস করে অনেকেই বাড়ির স্বামীদের কিছু না জানিয়েই নগদ টাকা, অলংকার দিয়ে দেয়। বৃহস্পতিবার গ্রামের এক গৃহবধূকে নিয়ে জাদুকর 'ভ্যানিস' হতেই শোরগোল পড়ে় যায় গ্রাম। প্রসেনজিৎ রায় নামে গ্রামের এক যুবক 'জাদুকরের' সঙ্গে বউ নিখোঁজের ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হন।

আরও পড়ুন, অন্ধকারে আম বাগানের গভীরে ছাউনির তলায় হচ্ছেটা কী? এগোতেই চক্ষু চড়কগাছ পুলিশের

আরও পড়ুন, ডেবরায় সাইবার ক্রাইম, ৪০ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি!

এরপর একে একে জানা যায় গ্রামের আরও অনেক মহিলা ওই জাদুকরের হাতে প্রতারিত হয়েছেন। অনেকেরই নগদ টাকা, গয়না নিয়ে বেপাত্তা হয়েছে সে। এদিকে জানা গিয়েছে, ওই যুবক নিজেকে নদীয়ার বাসিন্দা এবং রাকেশ পাহাড়ি নামে পরিচয় দিয়েছিল। ইতিমধ্যেই তার খোঁজ শুরু করেছে মালদা থানার পুলিশ। তার দেওয়ার নাম ও পরিচয় আদৌ সঠিক কিনা তা যাচাই করা হচ্ছে।সেবক দেবশর্মা

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Malda, Police