চঞ্চল মোদক, চাকুলিয়া: সাতসকালে হাড়হিম করা ঘটনায় শিউরে উঠল চাকুলিয়া৷ চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ভেঙে গযিয়েছে বহু ভুট্টার গাছ৷ এর পিছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য? বুঝতে পারছে না কেউ৷ চাকুলিয়া থানার লউচা চিরুয়া এলাকার ঘটনা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘটনাটি চোখে পড়ে এলাকার মানুষের৷ কৌতুহলবশত ভিড়ও করেন তাঁরা৷ অনুমান কেউ বা কারা এখানে কাউকে খুন করে দেহ লোপাট করেছে। ঘটনাস্থলে পড়ে রয়েছে মহিলার কানের দুল, বাঁশ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত৷ চারদিকে খোঁজাখুঁজিও শুরু হয়৷ তবে মেলেনি কিছুই। কোনও হদিশ না মেলায় প্রশ্ন উঠতে শুরু করেছেএকাধিক৷ রহস্য দানা বাঁধছে।
আরও পড়ুন: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তদন্ত মিটলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে৷ তবে হঠাৎ এমন এক ঘটনা রাতের ঘুম কেড়ে নিয়েছে এলাকাবাসীর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News