হোম /খবর /উত্তরবঙ্গ /
মোবাইল গেম ও নেশায় আসক্ত যুব সমাজ! মাঠে ফেরাতে উদ্যোগ কালিয়াগঞ্জে

North dinajpur News: মোবাইল গেম ও নেশায় আসক্ত যুব সমাজ! খেলার মাঠে ফেরাতে উদ্যোগ কালিয়াগঞ্জে

X
title=

মোবাইল ও নেশায় আসক্ত যুব সমাজকে পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগী হল কালিয়াগঞ্জের ক্রিকেট একাডেমি।

  • Share this:

কালিয়াগঞ্জঃ মোবাইল ও নেশায়আসক্ত যুব সমাজকে পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগী হল কালিয়াগঞ্জের ক্রিকেট একাডেমি। তাদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায়।

উদ্যোক্তারা জানিয়েছেন যুব সমাজ খেলার মাঠ ছেড়ে ক্রমেই মোবাইল ও নেশায় আসক্ত হয়ে পড়ছে। যা সমাজের পক্ষে ক্ষতিকর। তাই জেলার যুবকদের নিয়ে এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। এই খেলায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮ দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন: ফুল চিবিয়ে খেয়ে নিচ্ছে শিশুরা! আসলে সুনীলের তৈরি 'বম্বে মিঠাই' নাকি এমনই, দেখুন

প্রত্যেক খেলোয়ারের বয়স ছিল ১৪ বছরের মধ্যে। মূলত এই সময়েই যুব সমাজ ক্রমেই বিপথে চলে যায়। নেসায় আসক্ত হয়ে বিভিন্ন সমাজ বিরোধী কাজে যুক্ত হয়। তাই তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং এর মধ্যে থেকে ভাল খেলোয়ার বেছে তাদের বেশি করে ক্রিকেটের প্রশিক্ষণ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মৃন্ময় বসাক

Published by:Anulekha Kar
First published:

Tags: NorthBengal