#মালদহ: নন্দীগ্রাম এবার বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র। আলোচনার শেষ নেই নন্দীগ্রাম ঘিরে। আজ সিপিএম রাজ্যসম্পাদক নন্দীগ্রাম নিয়ে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করলেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হেরে গিয়েছেন। গণনা এখনো বাকি রয়েছে। কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছে ওনার অবস্থা কী।"
এদিন সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত বলেন, "উনি যাঁদের মনোনয়ন দিয়েছেন, তাঁদের মধ্যেও নাকি গদ্দার রয়েছে। তাঁদেরও নাকি বিজেপি কিনে নিতে পারে।" নন্দীগ্রামের বুথে দুই ঘণ্টারও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বসে থাকাকে কটাক্ষ করে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, "মুখ্যমন্ত্রী অনেক বুথে এজেন্ট দিতে পারেননি। বুথে বসে যার সঙ্গে মুখ দেখাদেখি নেই, সেই রাজ্যপালকে ফোন করছেন। মুখ্যমন্ত্রী যখন বুথে বসে কাটিয়েছেন তখন দলীয় প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এলাকায় ঘুরে ঘুরে ভোট করিয়েছেন, এজেন্ট বসিয়েছেন।"
তিনি এদিন আরও বলেন , "মুখ্যমন্ত্রীকে বাংলার মেয়ে বলা অপমান। কারণ তিনি বয়োজেষ্ঠা। বরং ওনাকে পিসি বলা সঠিক। তবে উনি সম্ভবত একজনেরই পিসি। মুখ্যমন্ত্রী নন। বাংলার মেয়ে আসলে মীনাক্ষী।"
মুখ্যমন্ত্রী বিজেপিকে মোকাবিলা করতে পারবেন না। এরাজ্যে বিজেপিকে ডেকে এনেছেন উনি। কখনও আরএসএস-এর বিরুদ্ধে কোনও কথা বলেননি। বিজেপিকে আরএসএস চালাচ্ছে। ওনাকেও আরএসএস চালাচ্ছে।" দাবি সূর্যকান্তর।
তাঁর আরও দাবি ২০১৬-র তুলনায় এবার জোট ভালো হয়েছে। আগে জোট নিয়ে নানা বিভ্রান্তি ছিল। কিন্তু, এখন সংযুক্ত মোর্চা ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় বাহিনী নিয়েও সিপিএম কখনোই সন্তুষ্ট নয় বলেও মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোটের আগে বুথের আশপাশ এলাকায় মোটরবাইক বাহিনীর দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ সূর্যকান্তের।
শনিবার মালদহে এসে শহরের টাউন হলে দলীয় কর্মশালায় বক্তব্য রাখেন সূর্যকান্ত। এরপর গাজোলে আরও একটি কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের লড়াইয়ের উদাহরণ টেনে দলীয় কর্মীদের চাঙ্গা করেন তিনি। মালদহে এবার জোটে ফল ভাল হবে বলেও আশা প্রকাশ করেন সিপিএম সম্পাদক।
Sebak Deb Sharma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Mamata Banerjee, Nandigram