#দার্জিলিং: করোনা মোকাবিলায় তৈরি হল কোভিড ওয়ারিওর ক্লাব। শনিবারই এক নির্দেশিকায় এ'কথা জানান দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবালাম। এদিন পুরসভার কোভিড টাস্ক ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক জানান, মূলত এই ক্লাবে থাকবেন সেই সমস্ত ব্যক্তি যাঁরা করোনা জিতে ফিরেছেন, যাঁদের শরীরে অ্যান্টিবডি তৈ