Home /News /north-bengal /

সন্তান না হওয়ার শোকে মানসিক অবসাদে আত্মঘাতী দম্পতি !

সন্তান না হওয়ার শোকে মানসিক অবসাদে আত্মঘাতী দম্পতি !

Representational Image

Representational Image

বিয়ের পর কেটে গিয়েছে পাঁচ বছর ! সুখেই সংসার করছিলেন তারা ৷ আর পাঁচটা স্বামী স্ত্রীয়ের মত কোনও ঝামেলা ছিল না তাদের মধ্যে ৷ সমস্যা ছিল একটাই ৷

 • Share this:

  #ধূপগুড়ি: বিয়ের পর কেটে গিয়েছে পাঁচ বছর ! সুখেই সংসার করছিলেন তারা ৷ আর পাঁচটা স্বামী স্ত্রীয়ের মত কোনও ঝামেলা ছিল না তাদের মধ্যে ৷ সমস্যা ছিল একটাই ৷ পাঁচ বছর হয়ে গেলেও কোনও সন্তান হচ্ছিল না তাদের ৷ যার জেরেই সম্ভবত মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করেন দম্পতি ৷

  আরও পড়ুন: দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, পর্যটকদের সুরক্ষায় নয়া পদক্ষেপ প্রশাসনের

  ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকায় ৷ এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে গিয়েছে ৷ মৃত দম্পতির নাম তাপস রায় ও অনিন্দিতা বর্মন ৷ মঙ্গলবার সকালে তাপস রায়ের বাড়ি থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে ৷

  প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, বিয়ের পর থেকে সুখেই সংসার করছিলেন তারা ৷ কোনও বিষয় নিয়েই তাদের মধ্যে কোনও ঝামেলা হতে শোনেননি কেউ ৷ এমনকী, ঘটনার দিনও কোনও চিৎকার চেঁচামেচির শব্দ পাননি কেউ ৷ আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন স্বামী-স্ত্রী দু’জনের পরিবারও ৷

  পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদগ্রস্থ হয়েই আত্মহত্যা করেছেন তারা ৷

  First published:

  Tags: Couple, Dhupguri, Suicide

  পরবর্তী খবর