#শিলিগুড়ি: একদিনে ১০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, উদ্বেগে শিলিগুড়ির স্বাস্থ্য কর্তারা। মাঝে নেমে গিয়েছিল আক্রান্তের গ্রাফ, গতকাল রীতিমত স্বস্তির হাওয়া বয়েছিল শহরে, আজ আবার গ্রাফ ঊর্ধমুখী! শিলিগুড়ির পুরসভা ও গ্রামীণ এলাকায় পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
স্বাস্থ্য দফতরের দাবি, '' আক্রান্তের খোঁজ মেলাটা ভালো দিক। অন্তত চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে। আর চিকিৎসায় ভালই সাড়া মিলছে শিলিগুড়িতে। প্রায় ৯৭ শতাংশ কোভিড আক্রান্ত সুস্থ হয়ে ঘরে ফিরছেন। টেস্টের সংখ্যা বাড়ায় আক্রান্তের খোঁজ মিলছে। রাজ্যে রেকর্ড সংখ্যক লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ল্যাবে। বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১ হাজার ৮৩৫ জনের! রাজ্যে এটাই নমুনা পরীক্ষায় রেকর্ড! গত ২৯ এপ্রিল থেকে মেডিক্যালের ল্যাবে লালারসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আর তাই উত্তরে সুস্থতার হারও ভাল। এখন অবশ্য প্রতিটি জেলাতেই ল্যাব চালু করেছে স্বাস্থ্য দফতর।''
এদিকে গত ২৪ ঘণ্টায় শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড এবং দার্জিলিংয়ের পাহাড় ও সমতলের গ্রামীণ এলাকা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১০৩ জন! বেশ কিছুদিন পর ১০০ পার করল আক্রান্তের সংখ্যা! এর মধ্যে পুর এলাকাতেই আক্রান্ত ৪৪! ইতিমধ্যেই করোনা মোকাবিলায় পুরসভার ৪টি ওয়ার্ডকে চিহ্নিত করে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। প্রয়োজনে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোও হতে পারে।
শিলিগুড়ির গ্রামীণ এলাকাতেও আক্রান্তের সংখ্যা ৪৪! এর মধ্যে নকশালবাড়িতেই আক্রান্ত ৩১, মাটিগাড়ায় ৭, খড়িবাড়িতে ৪ এবং ফাঁসিদেওয়ায় নতুন করে আক্রান্ত ২ জন। অর্থাৎ পুরসভার সঙ্গে গ্রামীণ এলাকাতেও পাল্লা দিয়ে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাহাড়ে আক্রান্তের সংখ্যা ১৫। কার্শিয়ং পুরসভা এবং গ্রামীণ এলাকায় আক্রান্ত ১২ জন, মিরিকে ২ এবং বিজনবাড়িতে ১ জন আক্রান্তের খোঁজ মিলেছে। আজ পর্যন্ত দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে হোম আইশোলেসনে ২২৭ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন জেলাশাসক এস পুন্নমবালাম। এদিন শিলিগুড়ির বিভিন্ন কোভিড হাসপাতাল এবং হোম আইসোলেশন থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
Partha Pratim Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus