শুভঙ্কর সাহা, কোচবিহার: উত্তরবঙ্গের সঙ্গে এতদিন আকাশপথে যোগাযোগের একমাত্র ভরসা ছিল বাগডোগরা বিমানবন্দর। মালদহ, কোচবিহার, বালুরঘাটে নামেই বিমানবন্দর থাকলেও সেখান থেকে বিমান উড়ত না। ফলে বিমানে যাতায়াতের জন্য উত্তরবঙ্গের অন্যান্য জেলার মানুষও বাগডোগরার উপরেই নির্ভরশীল ছিলেন৷৷ সড়কপথে দীর্ঘ পথ পেরিয়ে শিলিগুড়ি আসতে হত তাঁদের৷
এবার সেই হয়রানি থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছেন কোচবিহার জেলার মানুষ৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর আজ থেকে আনুষ্ঠানিক ভাবে কোচবিহার- কলকাতা বিমান পরিষেবা শুরু হচ্ছে৷ চালু হচ্ছে কোচবিহার বিমানবন্দর৷ আপাতত ৯ আসন বিশিষ্ট একটি ছোট বিমান কোচবিহার এবং কলকাতার মধ্যে যাতায়াত করবে৷ কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে চালু হচ্ছে এই বিমান পরিষেবা৷
আজ বেলা দুটো নাগাদ কলকাতা থেকে বিমানটি যাত্রী নিয়ে কোচবিহার পৌঁছবে৷ ইতিমধ্যেই পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে৷ আপাতত, মাথাপিছু ভাড়া ঠিক হয়েছে ৯৯৯ টাকা৷ বিমান পরিষেবা নিয়ে বিপুল উৎসাহ তৈরি হয়েছে কোচবিহারের বাসিন্দাদের মধ্যে৷ আগামী ৩ মার্চ পর্যন্ত বিমানের সমস্ত টিকিটও বুক হয়ে গিয়েছে৷ এতদিন ট্রেনে কোচবিহার থেকে কলকাতা আসতে গেলে সময় লাগত ১৪ থেকে ১৬ ঘণ্টা, সেখানে বিমানে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা৷
আরও পড়ুন: যাত্রী টানার কৌশল বেসরকারি বাস মালিকদের! লোকশান এড়াতে সরকারি বাসের রং ব্যবহার
তবে প্রথম কিছুদিন বিমান ভাড়া কম থাকলেও পরবর্তী সময়ে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করবে৷ উড়ান প্রকল্পে ছোট শহরগুলিতে বিমান পরিষেবা চালু করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য৷ এর জন্য বেসরকারি বিমান সংস্থাগুলির আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে ভর্তুকিও দেয় কেন্দ্রীয় সরকার৷
কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক প্রথমে জানিয়েছিলেন, গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই বিমান পরিষেবা শুরু হবে৷ কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য তা শুরু করা সম্ভব হয়নি৷ শেষ পর্যন্ত আজ থেকে শুরু হচ্ছে এই বিমান পরিষেবা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coochbehar