#কোচবিহার: সরকারি-বেসরকারি হোম নিয়ে নানা অভিযোগ ওঠায় এবার হোম পরিদর্শন শুরু করল জেলাশাসক, পুলিশ সুপার ও বনাধিকারিকদের সহধর্মিনীদের নিয়ে তৈরি কমিটি।
শনিবার দুপুরে তারা কোচবিহারের শহীদ বন্দনা হোমে গিয়ে হোমের পরিকাঠামো ঘুরে দেখেন। বিগত দিনে কোচবিহারের বিভিন্ন সরকারি - বেসরকারি হোমগুলি নিয়ে নানা অভিযোগ ওঠে। এনিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহারে জেলাশাসক, পুলিশসুপার ও বনাধিকারিকের সহধর্মিণীদের নিয়ে কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা বিভিন্ন হোম পরিদর্শন করবেন এবং যেসব পরিকাঠামো ঘাটতে থাকবে সেসব বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবেন।
সেই পরিকাঠামো খতিয়ে দেখতে এদিন শহীদ বন্দনা হোম পরিদর্শনে যান পুলিশ ও প্রশাসনের কর্তাদের সহধর্মিণীরা। হোম পরিদর্শনের পর জেলাশাসক পি উলগানাথান-এর স্ত্রী মেঘা মেহেরা বলেন, হোমের পরিস্কার পরিচ্ছন্নতা কিছু সমস্যা রয়েছে। এছাড়া হোমের আবাসিকদের নিরাপত্তার বিষয়টির ওপর জোর দেওয়া হবে।