• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • দাড়িভিটের পুনরাবৃত্তি ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলে, হোম সায়েন্সের শিক্ষিকা নিয়োগে বিতর্ক

দাড়িভিটের পুনরাবৃত্তি ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলে, হোম সায়েন্সের শিক্ষিকা নিয়োগে বিতর্ক

 • Share this:

  #ধূপগুড়ি: দাড়িভিটের পুনরাবৃত্তি ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলে। সদ্য স্কুলে যোগ দিয়েছেন হোম সায়েন্সের শিক্ষিকা ফিরদৌসি খাতুন। অথচ স্কুলে হোম সায়েন্স পড়ানোই হয় না! আর যে বিষয়গুলি স্কুলে পড়ানো হয়, তার কোনও শিক্ষক নেই। খালি ১১ শিক্ষক পদ। খালি রয়েছে তিনটি অশিক্ষক পদও।

  আরও পড়ুন: বিজেপির রথযাত্রার নির্দেশ বাতিল, বাতিল করল ডিভিশন বেঞ্চ

  উর্দু ও সংস্কৃত শিক্ষকের নিয়োগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুল। অভিযোগ ছিল, স্কুলে বাংলার শিক্ষক নেই। অথচ উর্দু ও সংস্কৃত শিক্ষক নিয়োগ করেছে কর্তৃপক্ষ। কিন্তু স্কুলে ওই দুটি বিষয় পড়ানোই হয় না।

  আরও পড়ুন: বড়দিন ও নববর্ষে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা, মোতায়েন ১০০০ অতিরিক্ত পুলিশ

  একই পরিস্থিতি ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলে। স্কুলের ১১টি শিক্ষক পদ খালি পড়ে রয়েছে। খালি রয়েছে তিনটি অশিক্ষক পদও। এই অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর স্কুলে যোগ দেন হোম সায়েন্সের শিক্ষিকা ফিরদৌসি খাতুন। অথচ স্কুলে হোম সায়েন্স পড়ানোই হয় না! ঘটনায় ক্ষুব্ধ ছাত্র সংগঠনগুলি। আন্দোলনে নামার হুঁশিয়ারি এসএফআই, এবিভিপির।

  আরও পড়ুন: দুপুরে সল্টলেকের আবাসনে ঢুকে বৃদ্ধাকে একাধিকবার ছুরির কোপ যুবকের

  স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই নিয়োগের মধ্যে ভুল কিছু দেখছে না। নিউজ এইটিন বাংলার কাছেই সমস্যার কথা জানতে পারেন ডিআই স্বপন সামন্ত। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। ডিআইকে অন্ধকারে রেখে কী ভাবে নিয়োগ সে প্রশ্নও উঠছে।

  First published: