#রায়গঞ্জ: পুরুলিয়া ও বসিরহাট হাতে না পাওয়ার বদলা? রায়গঞ্জে মহম্মদ সেলিম জোটপ্রার্থী হলেও, আজ থেকে দীপা দাশমুন্সির নামে দেওয়াল লিখন শুরু করলেন কংগ্রেস কর্মীদের একাংশ। তাঁদের দাবি, রায়গঞ্জে কংগ্রেসের হাত ধরে বাঁচতে চাইছে বামেরা। যদিও, তার তোয়াক্কা করছে না বামেরা।
প্রথমে বামপ্রার্থীর হয়ে ময়দানে না নামার হুঁশিয়ারি। এবার, রায়গঞ্জ লোকসভায় সরাসরি জোটবিরোধী পদক্ষেপ কংগ্রেস কর্মীদের একাংশের। দীপা দাশমুন্সিকে প্রার্থী করার দাবিতে শুরু হল দেওয়াল লিখন। শনিবার, উত্তর দিনাজপুরের পাটাগড়া-সহ ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল লেখা হয়। প্রথমে রায়গঞ্জে আসন রফায় সরবে সমর্থন। আচমকা কেন বেঁকে বসল কংগ্রেস? কেন বিলম্বে বোধোদয় হাতশিবিরের?
- পুরুলিয়া ও বসিরহাটে বামেদের সঙ্গে আসন রফা না হওয়ায় ক্ষোভ - রায়গঞ্জে দলীয় প্রার্থী না থাকায় কংগ্রেস ছেড়ে তৃণমূলমুখী কর্মীরা - দীপা দাশমুন্সির দলবদলের জল্পনা এড়াতে দেওয়াল লিখন রায়গঞ্জে কংগ্রেসের এমন পদক্ষেপকে আমল দিচ্ছে না বামেরা। ভোট ঘোষণা হয়েছে। কিন্তু, জট কাটেনি জোটের। রায়গঞ্জে দীপার নামে দেওয়াল লিখন ফের উসকে দিল বন্ধু বিরোধের আগুন।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepa Dasmunsi, Raiganj, দীপা দাশমুন্সি, রায়গঞ্জ