corona virus btn
corona virus btn
Loading

ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতেই ফোঁস! ধূপগুড়িতে ৫ ফুট লম্বা মারাত্মক বিষধর গোখরো

ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতেই ফোঁস! ধূপগুড়িতে ৫ ফুট লম্বা মারাত্মক বিষধর গোখরো
Representative Image

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঘটনা৷ ড্রয়ার খুলতেই ফোঁস করে উঠল সাপটি৷ বরাত জোরে রক্ষা পেলেন বাড়ির মহিলারা৷

  • Share this:

#ধূপগুড়ি: ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতেই শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ঠান্ডা স্রোত৷ ৫ ফুট লম্বা একটি বিষয় গোখরো সাপ পেঁচিয়ে রয়েছে ভিতরে৷ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঘটনা৷ ড্রয়ার খুলতেই ফোঁস করে উঠল সাপটি৷ বরাত জোরে রক্ষা পেলেন বাড়ির মহিলারা৷

বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ির অধিকাংশ এলাকা৷ সোমবার রাতে ঝড়-বৃষ্টির জেরে মাঠ খাল ডোবা জলে ভরে গিয়েছে৷ প্রতিবছরই বর্ষায় সাপের উপদ্রব বাড়ে উত্তরবঙ্গেই এই এলাকায়৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে বিষধর সাপেরা ঢুকে পড়ে গৃহস্থ বাড়িতে৷ বুধবার ভোররাতে ধূপগুড়িতেই বাড়ির কাছে বিষধর কালাচ সাপ উদ্ধার হয়৷

তারপরেই ধূপগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে বাসিন্দা জয়ন্ত দত্তের বাড়িতে ড্রেসিং টেবিলের ড্রয়ারে উদ্ধার বিষধর গোখরো৷ সচরাচর বাড়ির মহিলারা ড্রেসিং টেবিলের ড্রয়ারে মেকাপের সরঞ্জাম রেখে থাকেন। সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়ার খুলতেই আচমকা শব্দ শুনে আঁতকে ওঠেন তাঁরা। দেখেন ড্রয়ারের ভিতরে গুটি পাকিয়ে বসে রয়েছে গোখরো সাপ। তড়িঘড়ি খবর দেওয়া হয় পরিবেশ প্রেমীদের৷ তাঁরা গিয়ে উদ্ধার করেন বিষধর গোখরা সাপটিকে বন দফতরের হাতে তুলে দেন৷ সাপটিকে সাপ্টিবাড়ির জঙ্গলে ছেড়ে দেয় বন দফতর৷

Published by: Arindam Gupta
First published: June 17, 2020, 3:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर