Home /News /north-bengal /
বাড়ির উঠোনে সাপে -বিড়ালে লড়াই! সর্প বিশারদের চেষ্টায় উদ্ধার গোখরো সাপ

বাড়ির উঠোনে সাপে -বিড়ালে লড়াই! সর্প বিশারদের চেষ্টায় উদ্ধার গোখরো সাপ

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

 • Share this:

  #ধূপগুড়ি: ফের গৃহস্থের ঘরে বিশাল গোখরো সাপ। ধূপগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশালতা অধিকারী ৭৫ বয়সের বৃদ্ধা একাই বাড়িতে ছিলেন সেই সময় ।  ঘর থেকে বেরিয়ে দেখতে পান উঠানের মধ্যে বিড়ালের সাথে প্রবল লড়াই লেগেছে গোখরো সাপের । দেখেই আঁতকে ওঠেন বৃদ্ধা ।

  আশালতা দেবী সঙ্গে সঙ্গেই চিৎকার করে ডাক দেন প্রতিবেশীদের ।  তারা লাঠিসোটা নিয়ে আসে সাপকে মারতে তবে সাপ মারতে বাধা দেন ওই বৃদ্ধা  ও যোগাযোগ করেন ওয়ার্ডের কাউন্সিলর এর সঙ্গে ।  কাউন্সিলর মারফত খবর যায় পরিবেশ প্রেমীদের কাছে ।  তাঁরা গিয়ে উদ্ধার করেন গোখরো সাপটিকে। বন দফতরের কর্মীদের ফোন করেও সাহায্য পাওয়া যায় নি কারণ সাপ উদ্ধারের প্রশিক্ষিত বিশেষজ্ঞ নেই বন দফতরের। তাই সর্প বিশারদ মিন্টু চৌধুরী কে খবর দেওয়া হয়। তিনি এসে উদ্ধার করেন সাপটিকে ও অবশেষে আতঙ্ক মুক্ত হন বৃদ্ধা ।

  First published:

  Tags: Cobra, Dhupguri, Forest Department, Old Woman, Snake Specialist, গোখরো সাপ, ধূপগুড়ি, বন দফতর, সর্প বিশারদ

  পরবর্তী খবর